জেলা 

কৃষক মহামিছিলের লাল ঝান্ডায় আজ কল্লোলিত শিলিগুড়ি

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে  বেলা ১ টায় সিপিএমের শাখা সংগঠন সারা ভারত কৃষক সভার ডাকে কৃষকদের মহা মিছিলে পা মেলাবে হাজার হাজার কৃষক । ফসলের লাভজনক দাম, ঋণ মকুব, উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পের দাবিতে ছয় জেলার কৃষক খেতমজুর আসবেন শিলিগুড়ি, রাত পোহালেই মহানন্দার পাড়ে লং মার্চ। চা শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিও থাকবে মিছিলের শ্লোগানে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও দার্জিলিঙ ছয় জেলা থেকেই আসবেন কৃষকরা। শুধু তাই নয় কৃষক মিছিলকে জনমানসে প্রভাবিত করার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিয়েছে কৃষক সভার নেতারা । বাড়ি বাড়ি গিয়ে রুটি সংগ্রহ করার । কেন বাড়ি বাড়ি গিয়ে রুটি সংগ্রহ করা হচ্ছে ? এই প্রশ্নের উত্তরে একজন কৃষক নেতা বলেন, কৃষক আন্দোলনের কথা সাধারণ মানুষের কাছে পৌছে  দেওয়ার লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি ।

মহারাষ্ট্রে  কৃষকদের নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই পদ্ধতিতেই আজ উত্তরকন্যা অভিযান হবে বলে জানা গেছে। বামেদের দেওয়া হিসেব অনুযায়ী, ১০ হাজার কৃষক তাতে সামিল হবে । আজ সকাল থেকেই শিলিগুড়িতে হাজার হাজার কৃষক লাল ঝান্ডা নিয়ে আসতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। অভিনব এই মিছিলে আগত কৃষকদের খাবার রুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । আর এজন্য গতকাল এলাকার কৃষক প্রেমী মানুষদের কাছ থেকে রুটি সংগ্রহ করা হয়েছে । তাই রাত জেগে সেই রুটি সাজানোর কাজ করেছেন বাম নেতা-কর্মীরা।

Advertisement

এই অভিযানকে সফল করতে শিলিগুড়ির মেয়র ও সিপিএম নেতা অশোক ভট্টাচার্য আমন্ত্রণে এসেছেন মহারাষ্ট্রের কৃষক আন্দোলনের নেতারা।

এই অভিযান প্রসঙ্গে শিলিগুড়ি পৌরনিগমের মেয়র পারিষদ শংকর ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আমরা ৬০ হাজার রুটি সংগ্রহ করতে চেয়েছিলাম। কিন্তু, সংগৃহীত রুটির পরিমাণ এক লাখ ছুঁয়েছে। সকালে অভিযান শুরুর আগে আমরা কৃষকদের হাতে এই রুটি তুলে দেব।”

 

 


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − 7 =