দেশ 

গ্রাহকদের চিন্তার কিছু নেই ; বন্ধ হবে না টেলিভেশন পরিষেবা ; নয়া নিয়মে দৌরাত্ম কমবে কেবল অপারেটর ও ডিটিএইচ সংস্থাগুলির দাবি ট্রাইয়ের

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২৯ ডিসেম্বর শনিবার থেকে টেলিভিশন পরিষেবায় নয়া নিয়ম আনছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই । সেই ট্রাই জানিয়ে দিয়েছে দেশের মানুষের উদ্বেগের কোনো কারণ নেই বন্ধ হচ্ছে না কেবল টিভি পরিষেবা ।  টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI) গতকাল দাবি করেছে নতুন নিয়ম চালু হলে পছন্দের চ্যানেল দেখার জন্য এখনকার চেয়ে নতুন নিয়মে দাম কম পড়বে। নতুন নিয়মের ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ট্রাই-র। ২৯ ডিসেম্বর থেকে কেবল টিভিতে সম্প্রচার বন্ধ হবে বলে যে কথা বলা হচ্ছে, তা ভিত্তিহীন বলে ট্রাই জানিয়েছে ।

এর আগে এক নির্দেশিকায় ২৮ ডিসেম্বরের মধ্যে কেবল অপারেটর এবং ডিটিএইচ সংস্থাগুলিকে গ্রাহকদের পছন্দ জানানোর কথা বলা হয়েছিল। ট্রাই-র নির্দেশ মত  প্রত্যেক গ্রাহককে ন্যূনতম ১০০টি ফ্রি টু এয়ার  চ্যানেল দেওয়া বাধ্যতামূলক এবং তার জন্য মূল্য নির্ধারিত হয়েছে ১৩০ টাকা যার সঙ্গে যোগ হবে ১৮% জিএসটি অর্থাৎ মোট পড়বে ১৫৩ টাকা ৪০ পয়সা। এরপর গ্রাহকরা নিজেদের পছন্দ মতো পে চ্যানেল নিতে পারবেন। যার জন্য দিতে হবে চ্যানেলপিছু নির্ধারিত টাকা। ১০০টি  ফ্রি চ্যানেলের মধ্যে ২৪টি প্রসার ভারতী চ্যানেল থাকবে। দূরদর্শন ছাড়া বাকি সমস্ত চ্যানেল বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকবে গ্রাহকদের। এবং ১০০ চ্যানেলের পরে প্রতি ২৫টি চ্যানেল দেখার জন্য একজন গ্রাহককে দিতে হবে ২০ টাকা করে।

Advertisement

বর্তমানে কেবল অপারেটর এবং ডিটিএইচ সংস্থাগুলির প্ল্যান অনুযায়ী এরকম অনেক চ্যানেলের টাকা দেন গ্রাহকরা যা তাঁরা দেখেন না। ট্রাই-এর মতে নতুন নিয়মে কেবল অপারেটর এবং ডিটিএইচ সংস্থাগুলির দৌরাত্ম্য কমবে এবং তারা অযথা কোনও চ্যানেল সম্প্রচার করে ইচ্ছে মতো টাকা নিতে পারবে না। এই নিয়মে টিভি সম্প্রচারের ক্ষেত্রে কেবল অপারেটর ও ডিটিএইচ সংস্থাগুলির অনায্য দাবি কমবে বলে ট্রাই দাবি করেছে  চ্যানেল সংস্থাগুলির স্থির করা পে চ্যানেলগুলির সর্বোচ্চ নির্ধারিত দাম ট্রাই-র ওয়েবসাইটে দেওয়া হয়েছে । সেখান থেকে যেকোনো গ্রাহক তা বেছে নিতে পারবে ।


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + 6 =