কলকাতা 

মেট্রোর রেকে আগুন , অসুস্থ কম করে ৫০ জন , ভরতি এসএসকেএমে , ঘটনাস্থলে দমকলমন্ত্রী ও পুলিশ কমিশনার

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পার্কস্ট্রিটের মেট্রো স্টেশন থেকে  ট্রেন ছাড়তেই চালকের পিছনে ইঞ্জিনের পরের কামরাতে লেগে যায় আগুন। এসি মেট্রোর ভিতরের অংশ ঢেকে যায় ধোঁয়ায়। সেই অবস্থাতেই দৌঁড়তে শুরু করে মেট্রো। ভিতরে তখন আতঙ্কিত যাত্রীরা। এই অবস্থায় ময়দান স্টেশনে ঢোকার কিছুটা দূরে থেমে যায় মেট্রো।

তারপরে যাত্রীরা বারবার হেল্পলাইনে ফোন করে, পুলিশে যোগাযোগ করেও কোনও সাহায্য পাননি বলে অভিযোগ। পরে কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। লাইনের ওপর থেকেই হেঁটে বেরিয়ে আসেন সকলে। এর ফলে অন্তত ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, এদের মধ্যে বেশিরভাগকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিছু যাত্রী ভর্তি হয়েছেন মেডিক্যাল কলেজে। প্রথমে সাড়া না পাওয়া গেলেও পরে দমকলমন্ত্রী সুজিত বসু ও উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। এছাড়াও পুলিশ কমিশনার রাজীব কুমারও ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগীরা মেট্রোর ভিতরে অন্ধকার ও ধোঁয়ার মধ্যে আটকে ক্লাস্টোফোবিয়ায় আক্রান্ত হন। অনেকে আতঙ্কের ফলে জ্ঞান হারাতে বসেছিলেন।

মেট্রোর ভিতরে আটকে থাকা যাত্রীদের অভিযোগ, এদিন আগুন লাগার পরে মেট্রোর হেল্পলাইন নম্বরে ফোন করে কোনও সাহায্য মেলেনি। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের উদ্ধারের কোনও চেষ্টা করেননি। বহু সময় ভিতরে আটতে থাকতে হয়েছে। কেউ কেউ বলছেন, অন্তত আধ ঘণ্টা ভিতরে অন্ধকারের মধ্যে যাত্রীরা আটকে ছিলেন। পরে বের হতে গিয়ে ভাঙা কাঁচের টুকরো হাতে-শরীরে লেগে অনেকের রক্তপাত হয়েছে।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × four =