দেশ 

অসম ছাড়া আর কোথাও এনআরসি করার পরিকল্পনা নেই কেন্দ্রের ; তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মঙ্গলবার সংসদে দাঁড়িয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়ে দিলেন  এই মুহূর্তে অসম ছাড়া দেশের আর কোথাও  এনআরসি নিয়ে কোনও পরিকল্পনা নেই।

এদিন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এক প্রশ্নের জবাবে আহির লিখিতভাবে জানান, অসম ছাড়া কোনও রাজ্যে এনআরসি প্রয়োগের কোনও ভাবনা নেই কেন্দ্রের। এদিন ছিল উদ্বাস্তু দিবস। গোটা বিশ্বে উদ্বাস্তুদের অধিকার সুরক্ষিত করতে এই দিনটি পালিত হয়।

Advertisement

তারপর কেন্দ্রের বিজেপি সরকারও এনআরসি নিয়ে স্পষ্ট বার্তা দিল সংসদে। উল্লেখ্য, এবার অসমের এনআরসিতে ৪০ লক্ষ নাম বাদ পড়েছে। এরপরই বিরোধীরা অভিযোগ কর, মুসলিমদের দেশছাড়া করতেই বিজেপির সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির পাল্টা দাবি যোগ্য নাগরিক প্রমাণেই এই উদ্যোগ।

অবশ্য বিজেপি নেতারা  বলছেন , কেন্দ্র সরকার এখন যাই বলুক না কেন রাজ্যে ক্ষমতায় এলে আমরা দাবি জানাব। রাজ্য সরকারের দাবি করলে, কেন্দ্র অনুমোদন দেবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ