দেশ 

কৃষকদের ঋণ মকুব না করা পর্যন্ত মোদীজিকে আমরা ঘুমোতে বা বিশ্রাম নিতে দেব না : রাহুল গান্ধী

শেয়ার করুন
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : দেশের প্রধানমন্ত্রী মাত্র ১৫ জন শিল্পপতির স্বার্থে কাজ করে চলেছে । শুধু মাত্র রাফালে আম্বানীদের যে টাকা পাইয়ে দেওয়া সেই টাকায় রাজস্থান –মধ্যপ্রদেশ ও দেশের সব কৃষকের ঋণ মকুব করে দেওয়া যেত । তা হয়নি . কারণ দেশের চৌকিদার কয়েক জন শিল্পপতির প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । তিনি বলেন ,’যতক্ষণ পর্যন্ত না দেশের কৃষকদের ঋণমকুব হচ্ছে, ততক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে না ঘুমোতে দেবেন, না বিশ্রাম নিতে দেবেন।’ মধ্যপ্রদেশে যেভাবে ক্ষমতায় আসার কয়েকঘণ্টার মধ্যে কৃষিঋণ মকুব করেছে কংগ্রেস সরকার, সেই উদাহরণ টেনে কেন্দ্রকে বিঁধেছেন তিনি।

রাহুলের হুঁশিয়ারি, কৃষকদের ঋণ মকুব না করা পর্যন্ত মোদীজিকে আমরা ঘুমোতে বা বিশ্রাম নিতে দেব না। দেশের কৃষকদের প্রতি মোদীর কোনও ভাবনা নেই। ১৫জন শিল্পপতিকে নিয়ে তিনি ভেবে চলেছেন বলে ফের তোপ দেগেছেন রাহুল।

Advertisement

প্রসঙ্গত, সংসদে প্রবেশ করার সময় রাহুল গান্ধীকে এক সাংবাদিক প্রশ্ন করেন , ছত্তিশগড় ও রাজস্থানের কৃষি ঋণ কবে মকুব হবে ?! রাহুল সঙ্গে সঙ্গে জানান, ‘দেখলেন আপনি। কাজ শুরু হয়ে গিয়েছে।’ অর্থাৎ কংগ্রেস যে প্রতিশ্রুতি রক্ষা করতে দেরি করেনি তা বুঝিয়ে দিয়েছেন রাহুল। পাশাপাশি এটাও বুঝিয়ে দিয়েছেন যে মধ্যপ্রদেশের মতোই বাকী দুই রাজ্যেও কাজ হয়ে যাবে সময়ের আগেই।


শেয়ার করুন
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − 11 =