খেলা 

রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত কোহলি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিজে নিউজ ডেস্কঃ দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির নাম মনোনীত করল বিসিসিআই। বৃহস্পতিবার বিসিসিআইয়ের তরফে এই খবর স্পষ্ট করা হয়েছে। যদিও এর আগে ২০১৬ সালেও বিসিসিআই কোহলির নাম মনোনীত করেছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য। কিন্তু সেবার তিনি এই সর্বোচ্চ সম্মান পাননি।

তবে  আগেই দুই ভারতীয় ক্রিকেটার এই সর্বোচ্চ সম্মান পেয়েছেন। ১৯৯৭ সালে রাজীব গান্ধী পুরস্কার পেয়েছিলেন শচীন টেন্ডুলকর। তার ঠিক একদশক পর ক্রীড়া ক্ষেত্রে এই সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।

Advertisement

এছাড়া ধ্যানচাঁদ পুরস্কারের জন্য প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারের নাম মনোনীত করা হয়েছে। দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ অর্জুন পুরস্ককারের জন্য শিখর ধাওয়ান ও স্মৃতি মন্ডনার নাম মনোনীত করা হয়েছে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × five =