খেলা জেলা 

ধনিয়াখালীতে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি – ধনিয়াখালি ইয়ং এসোসিয়েশন এর উদ্যোগে মহামায়া বিদ্যামন্দিরের ফুটবল মাঠে ৮ই মার্চ এক দিবসীয় ডে এন্ড নাইট আট দলীয় ফুটবল টুর্নামেন্ট বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেল। অনুষ্ঠানের প্রারম্ভে ইয়ং এসোসিয়েশন ক্লাব ঘর থেকে উড়িষ্যা থেকে আগত বিরাট বাদ্যযন্ত্রসহ এক বর্ণাঢ্য মিছিল সমস্ত ধনিয়াখালি এলাকা পরিক্রমা করে। অনুষ্ঠানের মাঝে মাঝে নাচ গানের ব্যবস্থা থাকে।

প্রায় ত্রিশ হাজার দর্শক নিয়ে খেলাটি শুরু হয়। এই খেলার মূল উদ্যোক্তা ইয়ং এসোসিয়েশনের সভাপতি তথা সোমসপুর ১নংগ্রাম পঞ্চায়েত প্রধান গোলক দেশমুখ। প্রতিটি ম্যাচের শেষে তিনি একেরপর এক চমক উপহার দেন এবং একাই চ্যাম্পিয়ন ট্রফি উপহার দেন সঙ্গে আশি হাজার টাকা। সম্পাদক দেবাশীষ সাহা সত্তর হাজার টাকা সহ রানার্স ট্রফি উপহার দেন।

Advertisement

এছাড়া স্থানীয় চাঁদনী জুয়েলার্স প্লেয়ার ও কর্মকর্তাদের নানা উপহার দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অসীমা পাত্র ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক,ক্রীড়ামোদী ও সমাজসেবী নৌশাদ মল্লিক , ধনিয়াখালি ও.সি.প্রসেনজিৎ ঘোষ, মহামায়া বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক শুভাশীষ নন্দী ও সমাজসেবী দীপক শিকলি। সম্মাননা জ্ঞাপন করা হয় জাতীয় রেফারি অরিন্দম বিশ্বাস এবং বেগমপুর এ.আলি এন্টারপ্রাইজের কর্ণধার আব্বাস আলি এবং চাঁদনী জুয়েলার্সের কর্ণধার সেখ রাজাকে।

এই খেলায় চ্যাম্পিয়ন হয় বেগমপুর এ.আলি একাদশ এবং রানার্স হয় বর্ধমানের জহর স্পোর্টিং ক্লাব।ম্যান অফ দি সিরিজ হয় এ. আলি একাদশের গোলকিপার শঙ্করলাল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ