কলকাতা 

প্রত্যাশা মত ব্রিগেডের সভা থেকেই ৪২ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, সংখ্যালঘু মুখ মাত্র ৬, এর মধ্যে দুজন বহিরাগত, বাঙালি মুসলিম মাত্র ৪, চমকদার প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হান, একনজরে প্রার্থী তালিকা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক  : ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। কার্যত, কংগ্রেসের সঙ্গে জোট সম্ভবনা ভেঙে দিল তৃনমূল। একা চলার পক্ষে মত প্রকাশ করলেন তৃণমূল নেত্রী । তবে এবারের লোকসভার ৪২ টি আসনের তালিকায় সাতজন সাংসদকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে দুজন হলেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী আরামবাগের বিদায় সাংসদ অপরূপা পোদ্দার বসিরহাটের বিদায়ী সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান যাদবপুরের বিদায়ী সংসদ মিমি চক্রবর্তী এবং ব্যারাকপুরের বিদায়ী সংসদ অর্জুন সিংহ। ৪২ জনের মধ্যে সংখ্যালঘু মুখ সাত । এদের মধ্যে দুজন বহিরাগত। কীর্তি আজাদ, ইউসুফ পাঠান। সর্বসাকুল্যে বাঙালি মুসলিম মাত্র চারজন। এই রাজ্যে সংখ্যালঘু ভোটের ৯৫% বাঙালি মুসলিম সম্প্রদায়ের সেই সম্প্রদায়ের মধ্যে থেকে মাত্র চার জনকে লোকসভার জন্য প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এই চারজন হলেন শাহ নাওয়াজ আলী রায়হান, আবু তাহের খান, হাজী নুরুল ইসলাম, খলিলুর রহমান।

এদের মধ্যে একমাত্র উজ্জ্বল মুখ শাহনাওয়াজ আলী রায়হান। যিনি স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন থেকে অর্থাৎ এসআইও থেকে তার ছাত্র রাজনীতি শুরু করেছিলেন পরবর্তীকালে দৈনিক কলম এবং আরো পরবর্তীকালে এই সময় পত্রিকায় চাকরি করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করছেন। এছাড়া বাংলায় মুসলমান সমাজ থেকে আর নতুন কোন মুখকে এবারের লোকসভা নির্বাচনে সুযোগ দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

কোচবিহার : জগদীশ চন্দ্র বাসুনিয়া

আলিপুরদুয়ার :  প্রকাশ চিক বরাইক

জলপাইগুড়ি :  নির্মলচন্দ্র রায়

দার্জিলিং :  গোপাল লামা

রায়গঞ্জ : কৃষ্ণ কল্যাণী

বালুরঘাট :  বিপ্লব মিত্র

মালদহ উত্তর : প্রসূন বন্দ্যোপাধ্যায় (অবসরপ্রাপ্ত আইপিএস)

মালদহ দক্ষিণ : শাহনওয়াজ আলি রায়হান 

জঙ্গিপুর :  খলিলুর রহমান

বহরমপুর : ইউসুফ পঠান

মুর্শিদাবাদ :  আবু তাহের খান

কৃষ্ণনগর :  মহুয়া মৈত্র

দমদম :  সৌগত রায়

বারাসত : কাকলি ঘোষদস্তিদার

বসিরহাট :  হাজি নুরুল ইসলাম

জয়নগর :  প্রতিমা মণ্ডল

মথুরাপুর : বাপি হালদার

ডায়মন্ড হারবার :  অভিষেক বন্দ্যোপাধ্যায়

যাদবপুর :  সায়নী ঘোষ

কলকাতা উত্তর :  সুদীপ বন্দ্যোপাধ্যায়

কলকাতা দক্ষিণ :  মালা রায়

হাওড়া : প্রসূন বন্দ্যোপাধ্যায়

উলুবেড়িয়া : সাজদা আহমেদ

শ্রীরামপুর : কল্যাণ বন্দ্যোপাধ্যায়

হুগলি : রচনা বন্দ্যোপাধ্যায়

আরামবাগ :  মিতালি বাগ

তমলুক : দেবাংশু ভট্টাচার্য

কাঁথি : উত্তম বারিক

ঘাটাল : দেব

মেদিনীপুর : জুন মালিয়া

ঝাড়গ্রাম : কালীপদ সরেন

বর্ধমান-দুর্গাপুর : কীর্তি আজ়াদ

আসানসোল : শত্রুঘ্ন সিন্‌হা

বীরভূম : শতাব্দী রায়

বিষ্ণুপুর : সুজাতা মণ্ডল

পুরুলিয়া :শান্তিরাম মাহাতো

বাঁকুড়া : অরূপ চক্রবর্তী

বনগাঁ : বিশ্বজিৎ দাস

রানাঘাট : মুকুটমণি অধিকারী

ব্যারাকপুর : পার্থ ভৌমিক

বর্ধমান পূর্ব : শর্মিলা সরকার

বোলপুর: অসিত মাল


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ