জেলা প্রচ্ছদ 

গণিত মানে মজার, গণিত মানে যুক্তির : মুক্তি সাপোর্ট স্কুলের শিক্ষকদের নিয়ে সারাদিনের হাতে-কলমে গণিত কর্মশালা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : গণিত মানে আসলেই যে মজার, গণিত মানে তেমন কোনো ভয়ের ব্যাপার নয়, যেমনটি সাধারণ অর্থে আমাদের সমাজে দেখা যায়, এই কথাটাই কিশোরমতি ছাত্র-ছাত্রীদের সবথেকে প্রথম বোঝাতে হবে। তাহলেই যাবতীয় ভয়-ভীতি কেটে যাবে, আর তারপরই অল্প অল্প করে কিশোর মনে উৎসাহ সৃষ্টি করার দায়িত্ব শিক্ষক-শিক্ষিকাদের। সম্প্রতি গণিতের শিক্ষকদের নিয়ে মুক্তি সাপোর্ট স্কুল আয়োজিত সারা দিনের এক গণিত কর্মশালার সূচনা করতে গিয়ে কথাগুলি বলছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. অলকানন্দা ঘোষ। তিনি আরো বলেন এই কর্মশালা গণিতের কোনো কোচিং ক্লাস নয়, বরং এটা হল মুক্তি সাপোর্ট স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে খোলামেলাভাবে পারস্পরিক মত আদান-প্রদানের সেশন। বিষয় হল, কী করে আমাদের ক্লাস আরও আকর্ষণীয় করে তোলা যায়। ছোট ছোট ছেলে মেয়েদের মনকে আরো যুক্তিবদ্ধ করে তোলা যায় কীভাবে, যাতে করে প্রকৃতি থেকে শিখতে পারে গণিতের এবং অন্যান্য বিষয়েরও নানান ব্যাপার-স্যাপার। জ্যামিতির বিভিন্ন আকার ও আকৃতি যদি আমাদের প্রকৃতি এবং ঘরের ব্যবহার্য বস্তু থেকে ধরে ধরে বোঝানো যায়, তবে নিশ্চিত ভাবে বলা যায়, গণিত তাদের কাছে ভীতির কারণ কখনোই হয়ে উঠবে না।

এদিনের কর্মশালায় শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে হাতে-কলমে কাগজ কেটে, থার্মোকল দিয়ে নানাভাবে বইয়ের পাঠগুলিকে জীবন্ত করে তুলছিলেন অভিজ্ঞ দুই গণিতের শিক্ষক গৌরাঙ্গ সরখেল এবং নায়ীমুল হক। নাম্বার লাইনে যোগ বিয়োগ, কাগজ কেটে ভগ্নাংশের যোগ বিয়োগ, ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি ১৮০⁰, বৃত্তের ক্ষেত্রফল ইত্যাদি গণিতের অত্যন্ত মৌলিক বিষয়গুলি খুব সহজভাবে উপস্থাপনা কী করে করা যায়, তা নিয়ে উপস্থিত সকলে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন।

Advertisement

এ ধরনের আয়োজন যে শিক্ষক-শিক্ষিকাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় তা সারাদিনের কর্মশালার পর বারবার উঠে এসেছে প্রত্যেকের কথায়। উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের প্রস্তুত করা মডেল গুলিও হয়েছিল অত্যন্ত সুন্দর। তাঁদের জন্য সুদৃশ্য কলম উপহারের ব্যবস্থাপনায় খুশি হয়েছেন সকলে। ক্লাসের ছাত্র-ছাত্রীদের জন্য মাঝেমধ্যে শিক্ষকদের উপহার যে তাদের কতখানি উৎসাহিত করতে পারে, তা এদিন বেশ সুন্দরভাবে আরো একবার বোঝা গেল।

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে মুক্তি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আয়োজন করা হয়েছিল সারাদিনের আকর্ষণীয় এই কর্মশালাটি। এই আয়োজনে মুক্তি সাপোর্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশে থাকতে পেরে অনুসন্ধান কলকাতার শিক্ষকেরা খুবই সন্তোষ প্রকাশ করেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ