জেলা 

আমডাঙ্গাতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনের পুড়ে গেলো পরীক্ষার খাতা

শেয়ার করুন

বোর্ড সদস্য ফারহাদ এর তৎপরতায় আশ্বস্ত মাদ্রাসা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, আমডাঙ্গা :  আমডাঙ্গা কেএসএইচ রাহানা সিনিয়র মাদ্রাসায় ইলেকট্রিক শর্ট সার্কিট এর ফলে মাদ্রাসার এক্সাম কন্ট্রোল রুম এবং পাশের একটি রুমে বীভৎস আগুন লাগে। দুটি ঘরের যাবতীয় সরঞ্জাম কম্পিউটার, প্রিন্টার, কাঠের আসবাবপত্র চেয়ার টেবিল, আলমারি, পরীক্ষার খাতা, পরীক্ষার সরঞ্জাম সহ একাধিক সামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে নষ্ট হয়ে যায়।আমডাঙ্গা থানার আইসি রাজকুমার দেবনাথ এর তৎপরতায় ফায়ারের গাড়ি এসে যাওয়ায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে মাদ্রাসাটি।

উল্লেখ্য শনিবার উক্ত প্রতিষ্ঠানে,পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত অংক পরীক্ষা আছে আলিম,ফাজিল, হাই মাদ্রাসা মিলিয়ে মোট ৪২৫ জন পরীক্ষার্থীর।খবর পাওয়া মাত্র ঘটনা স্থলে উপস্থিত হন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। তাঁর তৎপরতায় মাদ্রাসা পর্ষদের সঙ্গে যোগাযোগ করে শুক্রবারর মধ্যেই সমস্ত খাতা সহ অন্যান্য সামগ্রী আনানোর ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

তিনি নিজে মাদ্রাসায় উপস্থিত হয়ে স্বরেজমিনে খতিয়ে দেখে প্রশাসনিক ভাবে অত্যন্ত তৎপরতার সঙ্গে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন বলে জানায় মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম মল্লিক। মাদ্রাসার সহকারী সুপার নূরুল হক মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিকভাবে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে ফারহাদ সাহেবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সার্বিক সফলতা কামনা করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ