জেলা 

দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবিরে, রক্তদান দিলেন স্বয়ং পুলিশ সুপার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

দক্ষিন দিনাজপুরঃ রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। রক্ত দান জীবন দান এই স্লোগানকে মহামন্ত্রের কবজের মতন করে অভিনব উদ্যোগ গ্রহন করে শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় গঙ্গারামপুর থানার প্রাঙ্গণে । এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিন দিনাজপুর জেলায় সদ্য যোগ দেওয়া জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সহ একাধিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারেরা। এদিন পুলিশ সুপার নিজে রক্তদান করেন এবং সকলকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্ববান জানান।

তার এই কাজকে কুর্নিশ সহ সাধুবাদ জানান জেলার সকল শ্রেনীর মানুষেরা। এদিন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, আমরা মাঝেমধ্যেই দেখি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মতন বড় বড় মাধ্যমে নানান পোস্ট দেখি যেখানে বেশিরভাগ উল্লেখ থাকে নানান রক্তের গ্রুপের প্রয়োজন রয়েছে বলে অনেকে পোস্ট করেন, এবং মাঝে মধ্যেই আমরা দেখতে পাই জেলার নানান হাসপাতাল গুলোতে রক্ত সংকট এবং সঠিকসময় রক্ত না পেয়ে অনেক রোগী মারা পর্যন্ত যান তাই রক্ত সংকট মেটাতে এবং সেই সব অসহায় অসুস্থ মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগ এরকম কাজ আগামী দিনে আরো করার পরিকল্পনা নিয়েছি পাশাপাশি যুব সমাজকে এই রক্তদান জীবন দান কাজে এগিয়ে আসার আহ্ববান জানাই। অন্যদিকে এদিন থানাচত্বরে যুবক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের রক্তদান করা নিয়ে উৎসাহ ছিল লক্ষণীয়।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × four =