ছেলেদের মোবাইল আসক্তি কমিয়ে মাঠমুখি হওয়ার আহ্বান, কর্মাধ্যক্ষ একেএম ফারহাদের
নিজস্ব প্রতিবেদক, হাড়োয়া : উঃ ২৪ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার বারাসাত -২ ব্লকের কীত্তিপুর -২ অঞ্চলের খড়িবেড়িয়া ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় রক্তদান উৎসব ও দিবারাত্রি ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টে ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসাহিত করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ, পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন এর রাজ্য সভাপতি,স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলার বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, প্রখ্যাত খেলোয়াড় নাজিবুল হক,বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শ্রী সমীক রায় অধিকারি, বারাসাত পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মান্নান আলি, সাহাবুদ্দিন আলি, ছাত্রনেতা অভীক মজুমদার, জনপ্রতিনিধি সাবিনা খাতুন, সহিদুল ইসলাম,আসাদ আলী মোল্লা,দীপু মন্ডল,হাজী মুসা মোল্লা,ফারুক আলী,রসিদুল সুন্মী,মাফিজুর রহমান,আসফাক আহমেদ প্রমুখ।