কলকাতা 

ডিজিটাল হচ্ছে রাজ্য বিধানসভা

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আগামী দিনে রাজ্য বিধানসভার কাজকে কাগজমুক্ত করে সম্পূর্ন ডিজিটালাইজড করার লক্ষ্যে গতকাল থেকে বিধানসভায় শুরু হওয়া দু’দিনের কর্মশালা আজ শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রকের সচিব সুরেন্দ্রনাথ ত্রিপাঠী, কেন্দ্রীয় প্রযুক্তিগত পরামর্শদাতা সংস্থা এনআইসির ডেপুটি ডিরেক্টর জেনারেল ছাড়াও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিধানসভার সচিব জয়ন্ত কোলে, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, শাসক দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এই কর্মশালায় উপস্থিত ছিলেন।
আগামী দিনে বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব থেকে আলোচনার বিষয়, বাজেটের নথি অথবা ভোটিং পদ্ধতিকে ডিজিটালাইজড করে কিভাবে অধিবেশন পরিচালনা করা হবে কর্মশালায় তা নিয়ে আধিকারিকদের প্রশিক্ষণও দেওয়া হয় বলে জানা গিয়েছে।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − 15 =