কলকাতা পুলিশের ওয়ান টাইম সেটলমেন্ট প্রকল্পে মাত্র ৪ দিনে দুই লক্ষ তিন হাজার মামলার নিস্পত্তি
নিজস্ব প্রতিনিধি : রাজ্যে দীর্ঘদিনের বকেয়া ট্রাফিক মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে গত পয়লা ডিসেম্বর থেকে চালু হওয়া কলকাতা পুলিশের নতুন প্রকল্পে এখনও পর্যন্ত দু’লক্ষ তিন হাজার মামলার নিষ্পত্তি হয়েছে। এরফলে রাজ্য সরকারের কোষাগারে প্রায় নব্বই লক্ষ টাকা রাজস্ব জমা পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য ওয়ান টাইম সেটলমেন্ট নামের এই প্রকল্পে গত পনেরোই নভেম্বর পর্যন্ত ট্রাফিকের যে মামলাগুলি বকেয়া পরে রয়েছে পয়লা ডিসেম্বর থেকে ১৪ই জানুয়ারীর মধ্যে তা মিটিয়ে নিলে ৬৫ শতাংশ এবং ১৫ জানুয়ারী থেকে এক মাসের মধ্যে তা মেটালে জরিমানার পঞ্চাশ শতাংশ অর্থ মকুব করা হবে আগেই ঘোষনা করা হয়েছিল।
কলকাতা পুলিশের এই অভিনব প্রকল্পে বিপুল সাড়া দেখে রাজ্যের অন্যত্র এই প্রকল্প প্রয়োগ করা যায় কিনা তা চিন্তাভাবনা শুরু হয়েছে বলে জানা গেছে । ইতিমধ্যে কলকাতা পুলিশের এই উদ্যোগকে বাস মালিক ও বাস কর্মচারি ইউনিয়ন স্বাগত জানিয়েছে ।