কলকাতা 

“বয়স কম থাকলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম” : সৌগত রায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কে বেল আগাম আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ অধ্যাপক সৌগত রায়। সৌগত বাবুর এই ধরনের মন্তব্য কে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। গতকাল বরানগরে তৃণমূলের নবোজোয়ার কর্মসূচির প্রস্তুতি সবাই বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সৌগত রায় বলেন, “বয়স কম থাকলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম।” স্বাভাবিকভাবেই তৃণমূল সাংসদের এহেন মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সাংসদের মন্তব্য়কে সমর্থন করেনি রাজ্যের শাসক দলও। তাদের সাফাই, উনি উত্তেজনার বশে বলে ফেলেছেন হয়তো। তবে এধরনের মন্তব্যকে দল সমর্থন করে না। হিংসার পথে চলে না তৃণমূল। পালটা বিজেপির খোঁচা, এটাই তৃণমূলের রীতি।

বুধবার বরাহনগর নবজোয়ার যাত্রার প্রস্তুতি সভা ছিল। সেই সভা থেকেই শুভেন্দু অধিকারীকে ‘চপেটাঘাতে’র হুঁশিয়ারি দেন সৌগত। তাঁর কথায়, “শুভেন্দু বলছে, করমণ্ডল দুর্ঘটনার পিছনে তৃণমূল! ওঁর কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় বালেশ্বর, অন্য রাজ্যে গিয়ে তৃণমূল অন্তর্ঘাত করবে? বয়স কম হলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম।” দমদমের বর্ষীয়ান সাংসদ যখন এই কথা বলছেন সেই সময় মঞ্চে হাজির ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষরা। উল্লেখ্য, সাংবাদিক সম্মেলন করে বিজেপি বিধায়ক শুভেন্দু অভিযোগ করেছিলেন, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। তাই সিবিআই তদন্তে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

Advertisement

সৌগত রায়ের মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “উনি (সৌগত রায়) উত্তেজনার বশে বলে ফেলেছেন হয়তো। এই বহুদলীয় গণতন্ত্রে তৃণমূল এধরনের মন্তব্যকে সমর্থন করে না। হিংসার পথে চলে না তৃণমূল।” যদিও বিজেপির খোঁচা, “এটা নতুন কিছু না। এটাই তৃণমূল। ওটাই ওদের রীতিনীতি। কাউকে সম্মান দিতে ওঁরা জানে না। রাজ্যের বিরোধী দলনেতার সম্পর্ক এধরনের মন্তব্য করা যায় না।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ