কলকাতা 

বাংলার জনরবের গুণীজন সংবর্ধনা, স্মারক বক্তৃতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: নিউজ পোর্টাল বাংলার জনরব আয়োজিত এক ভাবগম্ভীর অনুষ্ঠানে গত ২০ মে ২০২৩ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস অডিটোরিয়ামে আলিয়া মাদ্রাসার প্রাক্তণ অধ্যক্ষ‌ প্রয়াত অধ্যাপক মহা: মনিরুজ্জামান এবং মাওলানা  আজাদ একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মুজিদ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। মহা: মনিরুজ্জামান স্মারক বক্তৃতা প্রদান করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সৈয়দ নুরুস সালাম এবং আব্দুল মুজিদ স্মারক বক্তৃতা প্রদান করেন দৈনিক পুবের কলম পত্রিকার সম্পাদক তথা প্রাক্তণ সাংসদ আহমদ হাসান ইমরান।

স্মারক বক্তৃতার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য এগারোজন গুণীজনদের স্মারক ও মানপত্র দিয়ে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। সংবর্ধিত হন প্রাক্তণ সাংসদ কবি সরদার আমজাদ আলী, সাংবাদিক নৌশাদ মল্লিক, সমাজসেবী সুলগ্না মন্ডল ভৌমিক , প্রাবন্ধিক এস এম শামসুদ্দিন, সমাজসেবী শান্তিময় দে, শিক্ষা আধিকারিক কবিরুল ইসলাম, শিক্ষা আধিকারিক ‌মহা: হাসানুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী সেখ মহা: নূর নবী, ‌কবি ও সমাজসেবক রবিয়েল হক, শিক্ষা আধিকারিক আমিনুল আহসান ও বিশিষ্ট সমাজসেবী গুলশান আহমেদ।

Advertisement

সংবর্ধনার আগে একখানি ইসলামী গজল পরিবেশন করে দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করেন শিল্পী নাসীমা খাতুন।

বিশিষ্ট ব্যক্তিত্ব শামসের আলম, আই.আর.এস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের আলোচনা ও সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন ডা. মমতাজ সংঘমিতা, বর্ষিয়ান সাহিত্যিক আবদুর রউফ, মহ: নাসিম খালিদ, মহ: খালিদ হোসেন, ড. সালাউদ্দিন, মাওলানা মইনুদ্দিন, প্রোফেসর জাফর সাদিক এবং মাওলানা আবু সালেহ রেজাউল করিম।

এছাড়াও এক ঝাঁক কবি সাহিত্যিক কে হটুগঞ্জ ডায়মন্ড হারবার আল আমিন মিল্লী মিশন এবং বাংলার জনরবের তরফে বরণ করে নেওয়া হয়। যার মধ্যে উল্লেখযোগ্য প্রোফেসর ড. মনীষা চক্রবর্তী, ঔপন্যাসিক জারিফুল হক, কবি আঞ্জু মনোয়ারা আনসারী, কবি আফ্রুজা খাতুন, কবি বন্দনা মালিক, কবি আরেফা গোলদার প্রমুখ।

অনুষ্ঠানে প্রোফেসর ড. মনীষা চক্রবর্তীর সুকন্ঠে পরিবেশিত রবীন্দ্র সংগীতের সুধায় শ্রোতারা মুগ্ধ হওয়ার পাশাপাশি ছোট্ট মেয়ে ইফফাত মাহমুদা এবং ইসমত মাহমুদার অন্নদা শংকর রায় এবং রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি সবাইকে আপ্লুত করে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রশ্ন’ কবিতা আবৃত্তি করে বালক আবির আবদুল্লা। বড়দের মধ্যে নজরুল কবিতা আবৃত্তি করে শোনান হাফিজুর রহমান।

প্রয়াত অধ্যাপক মণিরুজাম্মান কন্যা মনিরা খাতুনের পিতার স্মৃতি রোমন্থন সবাইকে আবেগপ্লুত করে দেয়।

আল-আমীন মিল্লী মিশন ও বাংলার জনরবের যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে সূচনা হওয়া এদিনের অনুষ্ঠানে প্রারম্ভিক ভাষণ প্রদান করেন মাওলানা আব্দুল ওহাব।

সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বাংলার জনরবের কাছের জন বিশিষ্ট শিক্ষক নায়ীমূল হক, সম্মানীয় সম্পাদক সেখ ইবাদুল ইসলাম এবং সাহিত্য সম্পাদক সেখ আব্দুল মান্নান।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ