কলকাতা 

সব মহিলা আইনের সব সুযোগ পাচ্ছে না, বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: আগামীকাল সোমবার ২২ মে রাজা রামমোহন রায়ের ২৫১ তম জন্মবার্ষিকী এই উপলক্ষে শনিবার কলকাতার মানিক তলায় অবস্থিত রামমোহন লাইব্রেরী এন্ড ফ্রী রিডিং রুম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারীর অধিকার নিয়ে এবং তার আইনি ব্যাখ্যা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নারী অধিকার রক্ষা সংক্রান্ত একাধিক আইন সম্পর্কে মন্তব্য করেন বিচারপতি। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তিনি।

Advertisement

যুগ যুগ ধরে মেয়েরা যে নানা বৈষম্যের শিকার, তা স্বীকার করে নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৯৬১ সালের মাতৃত্ব কল্যাণ আইন কার্যকর করা প্রসঙ্গের কথা উল্লেখ করে বিচারপতি বলেন, “১৯৫০-এ সংবিধান চালু হলেও গর্ভাবস্থার ছুটির কথা ভাবা শুরু করতেই আমাদের দেশে আরও ১১ বছর লেগেছিল। কিন্তু সবাই এই ছুটি এখনও পান না। কারণ দারিদ্র। নিচের মহলে এই অন্যায় চলতেই থাকে।” আইনকে সকলের কাছে পৌঁছনোই বড় চ্যালেঞ্জ বলেই দাবি তাঁর।

কর্মক্ষেত্রে মহিলাদের হেনস্তা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন বিচারপতি। তাঁর মতে, এখনও আমাদের দেশের বহু মহিলা মানসিক নির্যাতন নিয়ে সচেতন নন। অনেকে এখনও সব মুখ বুজে সহ্য করার চেষ্টা করেন। ইউরোপ, আমেরিকার তরুণীরা অবেক বেশি সচেতন বলেই মত তাঁর। মেয়ে ও শিশুদের আরও বিশেষ আইন তৈরির প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ