কলকাতা 

২০০০ টাকার নোট তুলে নেওয়া হচ্ছে! আপনার কাছে ২০০০ টাকার নোট থাকলে কিভাবে ব্যাংকে জমা দেবেন জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত শুক্রবার উনিশে মে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। এরপরেই জনমানসে নানা প্রশ্ন উঠতে শুরু করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা ভেসে বেড়াতে থাকে। এই পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হল কী ভাবে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে কিংবা বদলে নেওয়া যাবে।

রবিবার স্টেট ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০০০ টাকার নোট জমা দিতে হলে বা বদলাতে গেলে কাউকে কোনও পরিচয়পত্র দেখাতে হবে না, নির্দিষ্ট কোনও ফর্মপূরণও করতে হবে না। তবে এক লপ্তে মোট দশটি ২০০০ টাকার নোট অর্থাৎ ২০ হাজার টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে কিংবা বদলানো যাবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক।

Advertisement

স্টেট ব্যাঙ্কের একটি সূত্র মারফত জানা গিয়েছে, নোট বদল করা নিয়ে সমাজমাধ্যমে কয়েকদিন ধরেই ভুয়ো খবর ছড়াচ্ছিল। বলা হচ্ছিল নির্দিষ্ট একটি ফর্মপূরণ করে আধার কার্ড কিংবা অন্য কোনও পরিচয়পত্র দেখালে ব্যাঙ্কে পুরনো নোট বদলে দেওয়া হবে। তবে স্টেট ব্যাঙ্কের তরফে রবিবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অন্তত দশটি ২০০০ টাকার নোট বদলে এ সব কিছুই করতে হবে না গ্রাহকদের। এমনকি ব্যাঙ্কের গ্রাহক নন, এমন ব্যক্তিরাও নোট বদলানোর সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। অবিলম্বে ২ হাজার টাকার নোট ব্যবহার বন্ধ করতে ব্যাঙ্কগুলিকে পরামর্শ দেয় আরবিআই। ২ হাজার টাকার নোট থাকলে, তা ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে বলে জানানো হয়। দেশের শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়, তাদের ১৯টি আঞ্চলিক অফিসে এবং বিভিন্ন ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলে দেওয়া হবে। কেউ চাইলে ২০০০ টাকার নোটে টাকাও জমা রাখতে পারবেন ব্যাঙ্কে। প্রয়োজনে নোট বদল করার সময় আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ