জেলা 

একশ দিনের ‘হকের টাকা’ আদায় করতে আবার দিল্লি যাওয়ার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে উত্তরবঙ্গ থেকে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার ময়নাগুড়ির সভা থেকে অভিষেক তাঁর দিল্লিযাত্রার দিনক্ষণও জানিয়ে দিলেন। জানালেন, দলের নবজোয়ার যাত্রা কর্মসূচি শেষ করেই ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যেতে চান তিনি। বকেয়া টাকা মেটানোর দাবিতে দেখা করতে চান কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহর সঙ্গে।

Advertisement

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ১০০ দিনের কাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। এদিকে গ্রামবাংলায় ১০০ দিন কাজ করার পরেও অনেকে টাকা পয়সা পায়নি। ফলে আর্থিক দাবিতে রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে। আর এই ১০০ দিনের কাজের পুরো টাকাটাই বাকি রেখেছে কেন্দ্র সরকার ফলে রাজ্য সরকার এখন অনেকটাই চাপের মুখে রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে ১০০ দিনের বকেয়া টাকা কেন্দ্র থেকে না আনতে পারলে তৃণমূল কংগ্রেসকে যে বড় ধাক্কা খেতে হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। আর এই কথাটি খুব ভালোভাবেই জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তিনি এই ১০০ দিনের কাজের টাকা আনার দাবিতে এবার দিল্লি যাওয়ার কথা বললেন। তাঁর কথায়, “১০০ দিনের কাজে জলপাইগুড়ি জেলার ৭ লক্ষ ৯৮ হাজার মানুষ কাজ করেও টাকা পাননি। কারণ, কেন্দ্র টাকা আটকে দিয়েছে। জেলা থেকে আমাকে অন্তত ৪ লক্ষ চিঠি দিন। আমি গোটা রাজ্য থেকে ১ কোটি চিঠি নিয়ে আপনাদের দাবি জানাতে দিল্লি যাব।” ‘হকের টাকা’ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ‘ছিনিয়ে আনতে’ অনির্দিষ্ট কালের জন্য অবস্থানে বসবেন বলেও জানান অভিষেক। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, “যদি এক কোটি চিঠি নিয়ে দিল্লি পৌঁছই, তবে কোনও মন্ত্রীর ক্ষমতা নেই কানে তুলো গুঁজে, গাড়িতে উঠে বসে থাকবে।”

কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরনার কথা বললেও বাস্তবে সেটা কতটা কার্যকরী হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তৃণমূল সরকার এবং তৃণমূল দল কথায় কথায় যখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা করে থাকে তখন প্রশ্ন উঠেছে ১০০ দিনের বকেয়া কাজের দাবিতে মামলা করা হচ্ছে না কেন? ১০০ দিনের কাজের নিয়ে যে আইন রয়েছে আইনে পরিষ্কার বলা হয়েছে মামলা করা যেতেই পারে!


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ