দেশ 

D A News: DA আন্দোলন পৌছে গেল দিল্লির দরবারে, ধর্না মঞ্চে হাজির কৃষক নেতা হান্নান মোল্লা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকারের কর্মীদের একাংশ ডি এ এর দাবীতে আন্দোলন করে চলেছে। এবার এই আন্দোলনের রেশ গিয়ে পড়ল রাজধানী দিল্লিতে। আজ সোমবার থেকে কয়েকশো রাজ্য সরকারের কর্মী দিল্লির যন্তর মন্তরে দুদিনের জন্য ধর্নায় বসেছে। আর এই ধর্না মঞ্চে গিয়ে হাজির হলেন সিপিআইএমের প্রাক্তণ সাংসদ এবং কৃষক নেতা হান্নান মোল্লা।এদিন সংগ্রামী যৌথমঞ্চের পাশে দাঁড়িয়ে সিপিএম নেতা হান্নান মোল্লা বললেন, “কৃষকদের মতো মোর্চা গড়ে দাবি আদায়ের আন্দোলন করুন। সফল হবেন।”

সংগ্রামী যৌথ মঞ্চের প্রায় সাড়ে পাঁচশো রাজ্য সরকারী কর্মচারী দিল্লি গিয়েছেন। সোম ও মঙ্গলবার যন্তরমন্তরে চলবে তাঁদের ধরনা। আন্দোলনকারীদের দাবি, ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের দফতর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বলা হয়েছে, প্রাথমিকভাবে দু’জনই দেখা করতে রাজি। তবে কবে ও কখন হবে সেই সাক্ষাত, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে এদিন সকালে ধরনামঞ্চে হাজির হন কৃষক নেতা তথা সিপিএম নেতা হান্নান মোল্লা। আন্দোলনকারীদের পাশে দাঁড়ান তিনি।  তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্য়ায় আসল চরিত্র সকলের জানা উচিত। তিনি আদপে ফ্যাসিস্ট। কর্মচারী বিরোধী। সে কথা দেশের কাছে তুলে ধরা দরকার। এই সরকারি কর্মচারীদের আন্দোলন সেটাই করছে।” এদিকে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, “দিল্লি থেকে দেশের মানুষের কাছে বঞ্চনার কথা পৌঁছে দিতেই এথানে এসেছি। আদালত তো আলোচনায় বসতে বলেছে সেটাই ভাল বরং।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ