কলকাতা 

মুখ্য তথ্য কমিশনার হিসেবে শপথ নিলেন প্রাক্তন ডিজিপি সি বীরেন্দ্র, শুভেন্দু বললেন রাজ্যপালের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে আগামী ৩ বছরের জন্য নিযুক্ত হলেন প্রাক্তন ডিজিপি সি বীরেন্দ্র। সোমবার রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপত্তি সত্ত্বেও এই নিয়োগে রাজভবনের সিলমোহর পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।তাঁর কথায়, এই নিয়োগ অত্যন্ত দুর্ভাগ্যজনক।

সোমবার রাজভবনে রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদে শপথ নেন প্রাক্তন ডিজি বীরেন্দ্র। এই নিয়োগ নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কারণ হিসেবে জানিয়েছিলেন, পদে নিয়োগের জন্য আবেদন নিয়ম মেনে হয়নি। পূর্ব নির্ধারিত ব্যক্তিকেই অনুমোদন দেওয়া হচ্ছে। এই অজুহাতে নতুন তথ্য কমিশনারের নাম ঠিক করার বৈঠকেও গরহাজির ছিলেন তিনি। বিরোধী দলনেতার অনুপস্থিতিতেই নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে সি বীরেন্দ্র নাম ঘোষিত হয়।

Advertisement

এদিন ফের টুইটারে বিরোধী দলনেতা লেখেন, নিয়োগ কমিটির সদস্য হওয়ার সুবাদে রাজ্য় মুখ্য তথ্য কমিশনার পদে সি বীরেন্দ্র নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কারণ শূন্যপদ পূরণের আবেদনে নিয়ম মানা হয়নি। তবুও মাননীয় রাজ্যপাল নিয়োগ প্রক্রিয়া এগিয়ে গেলেন।” তাঁর দাবি, শাসকদলের প্রতি অনুগত সি বীরেন্দ্র। তাই একুসের বিধানসভা ভোটের আগে ডিজি পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। এমনকী, ভোট সংক্রান্ত কোনও কাজে যুক্ত না থাকারও নির্দেশ দিয়েছিল। তারপরেও রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদে বীরেন্দ্র নিয়োগ ‘দুর্ভাগ্যজনক’ বলে দাবি করেছেন শুভেন্দু।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ