কলকাতা 

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে পূর্ব মেদিনীপুরের এক শিক্ষকের বিরুদ্ধে সিবিআই অনুসন্ধানের নির্দেশ কলকাতা হাইকোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পূর্ব মেদিনীপুরের স্কুল শিক্ষকের বিরুদ্ধে সিবিআই অনুসন্ধানে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।আদালতের তরফে প্রাথমিক অনুসন্ধান করে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। এই বিষয়ে ৩ সপ্তাহ পর রিপোর্ট পেশ করতে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

অভিযুক্ত শিক্ষক পূর্ব মেদিনীপুরের বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক নাম দীপক জানা। অভিযোগ, ২০১৮ সাল থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক শিক্ষক-সহ একাধিক দফতরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৫ কোটি টাকার প্রতারণা করেছেন দীপক জানা। টাকা দিয়েও চাকরি না পাওয়ায় দায়ের হয় FIR । তদন্ত স্বচ্ছতার সঙ্গে হচ্ছে জনগণের কাছে এটা পরিষ্কার হওয়া দরকার। এমনই মন্তব্য বিচারপতির।

Advertisement

নিয়োগ দুর্নীতিতে রোজ নতুন নতুন তথ্য সিবিআইয়ের কাছে আসছে। আর্থিক লেনদেনের হদিশ পাওয়া যাচ্ছে। মন্তব্য বিচারপতির। কিন্তু তার মানে এই নয় যে সব অভিযোগের তদন্তভার সিবিআইকে দিতে হবে। মন্তব্য বিচারপতির। ১ লা মে পরবর্তী শুনানি।

ওই শিক্ষকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানান কয়েকজন চাকরিপ্রার্থী৷ ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত চাকরি পাইয়ে দেবার নামে প্রায় ৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ