কলকাতা 

“আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে আত্মহুতি দেব কোনও ইডি-সিবিআই লাগবে না” : ফিরহাদ হাকিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: দিন কয়েক আগে দলের মুখপাত্র কুনাল ঘোষের কটাক্ষের শিকার হয়েছিলেন ফিরহাদ হাকিম আজ সেই কটাক্ষ খানিকটা ঘুরিয়ে ফিরিয়ে দিলেন তিনি। দুর্নীতির সাথে ইসুতে তৃণমূলের নেতা-মন্ত্রীরা যখন জেলের খানি টানছে ঠিক তখনই ফিরা হাকিম জানিয়ে দিলেন আমার বিরুদ্ধে কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারলে নিজে আত্মহতি দেবো। তাঁর ভাষায়, “আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে আত্মহুতি দেব।” পাশাপাশি পার্কিং নিয়ে বড় ঘোষণা করলেন ফিরহাদ।

নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য। একের পর এক কাঠগড়ায় উঠছেন তৃণমূল ঘনিষ্ঠরা। জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যিনি তৃণমূলের মহাসচিব ছিলেন। ফলত এই ঘটনার পর থেকেই তৃণমূল নেতাদের দিকে আঙুল তুলছেন বিরোধীরা। কার্যত কেউই ছাড় পাচ্ছেন না। অনেকেই পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও নিশানা করছেন। এই পরিস্থিতিতে দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী। বললেন, “বিরোধীরা অনেক কিছু বলে। আমি সেসবে গুরুত্ব দিই না। আমার বিরুদ্ধে যদি কেউ দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে আত্মাহুতি দেব। কোনও ইডি-সিবিআই লাগবে না।”

Advertisement

এর পাশাপাশি সোমবার পার্কিং নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। তিনি জানান, এবার থেকে পার্কিংয়ের ক্ষেত্রে আর ফিজিক্যাল টেন্ডার হবে না। ই-টেন্ডার পদ্ধতিতে কাজ হবে। কারণ হিসেবে মন্ত্রী জানিয়েছেন, ফিজিক্যাল টেন্ডারের ক্ষেত্রে একাধিক অভিযোগ আসে, তাই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, দিন কয়েক আগে পার্কিং ফি বৃদ্ধি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছে কলকাতা পুরসভাকে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ