টাকা দিলেই দ্বিগুণ হবে! বিত্তশালী মহিলাদের সঙ্গে প্রতারণা করে গ্রেফতার আরেক মহিলা
বাংলার জনরব ডেস্ক : পার্টিতে বিত্তশালী মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করতেন। তার পর তাঁদের বিনিয়োগে উৎসাহ দিতেন। দ্বিগুণ থেকে চারগুণ টাকা ফেরতের প্রতিশ্রুতি দিতেন। তাঁর কথার ফাঁদে পড়ে অনেকেই বিনিয়োগ করেন। কিন্তু টাকা ফেরত নিতে গিয়ে দেখেন তাঁদের ‘বন্ধু’ই বেপাত্তা। তার পরই অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে প্রতারক মহিলা এবং তাঁর ছয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বেঙ্গালুরুর।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সবিতা। তিনি পার্টির আয়োজন করতেন। মূলত সেই পার্টিতে বিত্তশালী মহিলাদের আমন্ত্রণ জানাতেন। কোন কোন মহিলাকে আমন্ত্রিতের তালিকায় রাখা যায়, আগে তাঁদের বাছাই করতেন। তার পর পার্টিতে আমন্ত্রণ জানাতেন। পার্টিতে হইহুল্লোড়ের মাঝে নিজের লক্ষ্যপূরণের কাজটিও সেরে ফেলতেন সবিতা। তাঁদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব করতেন। তার পর তাঁদের বোঝাতেন সংযুক্ত আরব আমিরশাহিতে বিনিয়োগ করলে দ্বিগুণ থেকে চতুর্গুণ টাকা ফেরত পাওয়া যাবে।

ভাল ‘রিটার্ন’ পাওয়ার আশায় তাঁর বন্ধুদের অনেকেই কেউ ১০ লাখ, কেউ ৫০ লাখ, কেউ আবার কোটি টাকাও বিনিয়োগ করেন। এ ভাবে ২০ জন মহিলার কাছ থেকে কয়েক কোটি টাকা সবিতা আত্মসাৎ করেন বলে অভিযোগ। সম্প্রতি কুসুমা নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে সবিতা-সহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুসুমার দাবি, কয়েক দফায় সবিতাকে ৯৫ লক্ষ টাকা দিয়েছিলেন। প্রথমে ২০ লক্ষ টাকা দেন।