জেলা 

ভাঙরের পর এবার মালদহের ইংরেজ বাজারে খুন হলেন এক তৃণমুল নেতা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ভাঙরের পর এবার মালদহের ইংরেজ বাজারে খুন হলেন এক তৃণমুল নেতা। ঘটনা ঘটেছে মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে। নিহত তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ। ঘটনায় তাঁর স্ত্রী শিউলি খাতুন-সহ আরও তিন জন আহত হয়েছেন। তাঁরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযুক্ত তৃণমূল নেতা মাইনুল শেখ কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য। গত পঞ্চায়েত নির্বাচনে মাইনুল শেখ কংগ্রেসের হয়ে ভোটে জিতে পরবর্তী কালে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূলে যোগদান করেন।

নিহত এবং অভিযুক্ত, উভয়ের বাড়িই মানিকচকের গোপালপুর এলাকায়। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত মাইনুলের সঙ্গে জমির ব্যবসা করতেন নিহত আবুল। বৃহস্পতিবার রাতে আবুল তাঁর স্ত্রী এবং বেশ কয়েক জনের সঙ্গে লক্ষ্মীপুরে এক জনের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই জমির ব্যবসা নিয়ে মাইনুলের সঙ্গে বিবাদ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিবাদের জেরেই ঘর বন্ধ করে আবুলকে কুপিয়ে খুন করেন মাইনুল। আহত হন আবুলের স্ত্রী-সহ তিন জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাইনুল অতীতে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল টিকিট দেয়নি তাঁকে। তাই ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। এর পরে কংগ্রেসের টিকিটে জয়লাভ করে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন মাইনুল। স্থানীয়দেন দাবি, তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠতা’ রয়েছে। অভিযোগ, নয় বিঘা জমি নিয়ে এবং টাকা নিয়ে আবুলের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়। তার জেরেই আবুলকে মাইনুল খুন করেছেন বলে অভিযোগ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ