কলকাতা 

অনুসন্ধানের উদ্যোগে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রথম সামেটিভ পরীক্ষা প্রস্তুতির অনলাইন ক্লাস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নাফিসা ইসমাত : আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের দিকে তাকিয়ে এ বছরের দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুসন্ধান কলকাতা শুরু করেছে নানারকম ভাবে প্রস্তুতিমূলক কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে থাকছে প্রতিমাসে বিভিন্ন বিষয়ের অনলাইন ক্লাস। ক্লাসগুলিতে মূলত ছাত্র-ছাত্রীদের বিষয় সম্পর্কে ধারণা মজবুত করা এবং পরীক্ষায় প্রশ্নের যথাযথ উত্তর কীভাবে লিখতে হয়, তার অনুশীলন করানো। এছাড়াও কর্মসূচির অন্তর্গত থাকছে প্রতিমাসে সাতটি বিষয়ের এমসিকিউ পরীক্ষা। ২৬ মার্চ প্রথম পরীক্ষা দিয়ে শুরু হয়ে গিয়েছে এই পরীক্ষাপর্ব। চলবে আগামী 10 মাস। এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি দিয়ে অনুসন্ধান কলকাতার পক্ষ থেকে জানানো হয়েছে দশম শ্রেণির জন্য প্রথম সামেটিভ পরীক্ষার প্রস্তুতি হিসেবে ওই পরীক্ষায় মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নির্ধারিত সিলেবাস-এর নিরিখে নেয়া হবে পরপর তিনটি ক্লাস। আগামী শনি, রবি এবং সোমবার। প্রতিদিন রাতে থাকবে ক্লাস। মোটামুটি এক থেকে দেড় ঘন্টার অনলাইন ক্লাসে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত হবেন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়েও। এবারের ক্লাসগুলি থাকবে গণিত, ইংরেজি এবং ভৌত বিজ্ঞান নিয়ে, এ কথা জানিয়েছেন অনুসন্ধান কলকাতার সহ-সম্পাদক ও বিশিষ্ট গণিত শিক্ষক গৌরাঙ্গ সরখেল।

*প্রিয় ছাত্র-ছাত্রীদের প্রত্যাশা মতো*

মাধ্যমিক ২০২৪ 🎯প্রস্তুতি

*প্রথম সামেটিভ সিলেবাসের ওপর*

বিশেষ কয়েকটি ক্লাস

♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️

● 01/04/2023 শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা ➖ *অংক ক্লাস*

Topic : Maths Class.

Join Zoom meeting

https://us06web.zoom.us/j/87133641500?pwd=SVI5M2RRbE51U1lpbXlJNFRhU0Z3dz09

Meeting ID: 871 3364 1500

Passcode: 01042023

 

● 02/04/2023 রবিবার রাত আটটা ➖ *ইংরেজি ক্লাস*

ক্লাস নেবেন শ্রী জ্যোতির্ময় চক্রবর্তী

Topic: English Class

Join Zoom Meeting

https://us06web.zoom.us/j/85102830859?pwd=citGdGpQbXhCZjl4S083dVdQcmdIZz09

Meeting ID: 851 0283 0859

Passcode: 02042023

 

● 03/04/2023 সোমবার সন্ধ্যে সাড়ে সাতটা ➖ *ভৌত বিজ্ঞান ক্লাস*

ক্লাস নেবেন ড.উজ্জ্বলা সাহা রায়

https://us06web.zoom.us/j/89890671293?pwd=UmFBWEtRR21MN2VJOGxKZWpQQU4zZz09

Meeting ID: 898 9067 1293

Passcode: 03042023

➖▪️➖▪️➖▪️➖▪️➖▪️➖

*সৌজন্যে : অনুসন্ধান কলকাতা*


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ