কলকাতা 

জিআইও এর উদ্যোগে পলিসি এক্সপ্লেনেশন এবং ওরিয়েন্টেশন ক্যাম্প কলকাতায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

গার্লস ইসলামিক অর্গানাইজেশন (GIO) কর্তৃক আয়োজিত “POLICY EXPLANATION AND ORIENTATION CAMP” অনুষ্ঠিত হল ১১-১২ মার্চ। প্রোগ্রামে উপস্থিত ছিলেন জি আই ও রাজ্য তত্ত্বাবধায়ক জনাব আব্দুর রফিক সাহেব , দাওয়াহ বিভাগের সেক্রেটারি জনাব সাদাব মাসুম সাহেব, জি আই ও রাজ্য প্রেসিডেন্ট সম্মানিতা শারীফা ইয়াসমিন, রাজ্য সেক্রেটারি সুমাইয়া সেফা ইয়াসমিন বিভাগীয় সম্পাদিকাগন এবং রাজ্য পরামর্শ ,পরিষদের সদস্যগণ।

প্রোগ্রাম এর সূচনা হয় দারসে কোরআন এর মধ্য দিয়ে। পারস্পরিক আলাপের মধ্য দিয়ে সকল জেলা টিমকে অভ্যর্থনা জ্ঞাপন করা হয় এবং policy explain করা হয়। সকল জেলা দায়িত্বশীলাগন আপন কাজের ক্ষেত্র অবস্থান এবং স্বপ্ন নিয়ে নিজ নিজ অভিজ্ঞতা বর্ননা করেন। নিজ নিজ দায়িত্বের নিরিখে সংগঠনের কাজে আমাদের কর্মতৎপরতা কেমন হওয়া উচিত ও বাস্তবচিত পদক্ষেপ – এই বিষয়ে সুন্দরভাবে আলোকপাত করেন রাজ্য প্রেসিডেন্ট শারীফা ইয়াসমিন। সন্মানিত সাদাব মাসুম সাহেব বর্তমান সমাজ পরিস্থিতিতে মুসলিম নারীর চ্যালেঞ্জ ও কর্মপন্থা হবে কিরূপ তা বর্ণনা করেন এবং এক্সপার্ট কমেন্ট পেশ করেন।

Advertisement

National Federation of GIO এর সাথে জোনের কি সম্পর্ক তা বর্ণনা করেন ফেডারেশন প্রতিনিধি সুমাইয়া সিফা ইয়াসমিন।জনাব আব্দুর রফিক সাহেব সংগঠন এর প্যাট্রনশিপ, রাজ্য সভাপতি, রাজ্য সেক্রেটারি এবং পরামর্শ পরিষদ ও জেলা নেতৃত্বের ভূমিকা সম্পর্কে ধারণা পেশ করেন। হেদায়েত ও দোয়ার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন জনাব আব্দুর রফিক সাহেব।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ