জেলা 

নিউটাউনের বিএফজে সিনিয়র মাদ্রাসায় শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে,জনপ্রতিনিধি একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, নিউটাউন :   স্বাস্থ্যই সম্পদ।প্রবাদ বাক্যকে মান্যতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি মিড ডে মিলের আহারে অতিরিক্ত মাংস ও ফলের যোগানের ব্যবস্থা করেছে। পাশাপাশি সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বাবুদের দিয়ে নিয়মিত চেক আপ এর বন্দোবস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাজারহাট রেকজোয়েনি স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা বি এফ জে সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত থেকে সবরকমের সহযোগিতা করেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।ছিলেন ডাক্তার সুশান্ত রায়,সোমচিত্তা পাত্র, সোমনাথ প্রমুখ।

Advertisement

ডাক্তারবাবুরা খুশি যেভাবে জনপ্রতিনিধি একেএম ফারহাদ সশরীরে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেছে।উক্ত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুখ্য সম্প্রসারক মাওঃ মোহিত আলী, পীরজাদা আজগার আলী, আনসার আলী, মাসুম বাখতেয়ারি, শিক্ষক আবুল কালাম, সানাউল্লাহ প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ