কলকাতা 

DA News: মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে আগামীকালের ধর্মঘট ঠেকাতে কড়া নির্দেশিকা রাজ্যের, অনুপস্থিত থাকলে কি কি পদক্ষেপ নেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামীকাল শুক্রবার ১০ ই মার্চ বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ধর্মঘট ডেকেছেন। যৌথ সংগ্রামী মঞ্চের ডাকা এই ধর্মঘট ভাঙতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার ৯ই মার্চ অর্থ দপ্তর থেকে জারি করা এক সার্কুলার এ বলা হয়েছে আগামীকাল প্রতিটি সরকারি কর্মচারী উপস্থিতি বাধ্যতামূলক কোন কারণ ছাড়া অনুপস্থিত থাকলে তাকে শোকজ করা হবে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞপ্তি জারি করে, সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হল। ১০ মার্চ ছুটি নিলে রাজ্য সরকারি কর্মচারীদের সার্ভিস ব্রেক হবে। এমনকী, কাটা যাবে বেতনও। এমনকী, শোকজও করা হবে অনুপস্থিত কর্মচারীদের। শোকজের জবাব না দিলে কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার।

Advertisement

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বন্‌ধ নিয়ে রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেন। সতর্ক করেন তাঁদের। বৈঠকে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার-সহ পুলিশের উচ্চপর্যায়ের আধিকারিকরা।

এদিকে শুক্রবার সমস্ত কর্মচারীকে সকাল ১১টার মধ্যে অফিসে হাজির হতে হবে। দিনের কোনও এক অর্ধও অনুপস্থিত থাকা চলবে না। একমাত্র যদি কোনও কর্মচারী হাসপাতালে ভরতি থাকেন, কিংবা তাঁর বাড়ির কারওর মৃত্যু হলে, অথবা ৯ মার্চের আগে থেকে যদি কোনও কর্মচারী অনুপস্থিত থাকেন বা মাতৃত্বকালীন ছুটিতে থাকলে ১০ মার্চ হাজির হতে হবে না অফিসে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ