Featured Video Play Iconকলকাতা 

বিধানসভায় রাজ্য বাজেটের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দ্বিতীয় মাদার টেরিজা বলে অভিহিত করলেন ইদ্রিস আলী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ ৯ই মার্চ বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেটের(দাবি ২১ এ বিলের)সমর্থনে বক্তব্য রাখেন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, আমাদের মানবিক এবং উন্নয়নের কান্ডারী এবং ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী,দ্বিতীয় মাদার টেরিজা, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিকপ্রসৃত বিভিন্ন প্রকল্পের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও জনপ্রিয় প্রকল্প “খাদ্যসাথী” প্রকল্প। তিনি বলেন,খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে এবং সকল রাজ্যবাসীর কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য, খাদ্যসাথীর আওতায় প্রায় কুড়ি হাজার চারশো টি ন্যায্য মূল্যের দোকান এবং পাঁচশোটি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে, খাদ্য ও সরবরাহ বিভাগ নয় কোটি উপভোক্তাদের বিনামূল্যে খাদ্য দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন উপভোক্তাদের রেশনের প্রাপ্য সামগ্রী পেতে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য দুয়ারে রেশন চালু করে,উপভোক্তাদের নিজ বাড়ির দোরগোড়ায় পৌঁছোনের ব্যবস্হা করা হয়েছে। নতুন রেশন কার্ডের জন্য সহজে আবেদন করার জন্য “সাধারণ আবেদন পত্র”(CAF) এর ব্যাবস্থা করা হয়েছে।

Advertisement

ই রেশন কার্ডের মাধ্যমে আবেদনকারীগন প্রাপ্য রেশন সামগ্রী যাতে পান তার ও ব্যাবস্হা করা হয়েছে। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, রাজ্য সরকার তথা খাদ্য ও সরবরাহ বিভাগ,মা মাটি মানুষকে প্রতি মাসে এক কোটি বাহান্ন লক্ষ পরিবারের মধ্যে ছয় কোটি ষাট লক্ষ উপভোক্তা খাদ্যশস্য পাচ্ছে।অভাবগ্রস্হ মানুষ কেউ যেন খাদ্যশস্য থেকে বঞ্চিত না হয়।খাদ্য সংকট চিরতরে লুপ্ত করার জন্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খাদ্য ও সরবরাহ বিভাগ, ব্যাপক কর্মসূচি নিয়ে তা নির্মূল করেছে ,এটা বলার কোন অবকাশ রাখে না।

তিনি আরও বলেন জঙ্গল মহল এলাকা, পার্বত্য এলাকা,চা বাগানের বসবাসকারী শ্রমিক এবং অশ্রমিক,আদিম জনজাতির মধ্যে অতিরিক্ত খাদ্যশস্য বিতরণ করে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এক অভৃতপূর্ব উন্নয়নের বাতাবরণ সৃষ্টি করেছে। খাদ্যশস্যের উন্নয়ন পশ্চিমবঙ্গে যেভাবে হয়েছে, সেইভাবে অন্য রাজ্যে তা হয়নি।তাই রাজ্যসরকার জনগনের গর্ব আবার জনগনও রাজ্য সরকারের উপর পূর্ণ আস্থা রাখে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ