জেলা 

শবে বরাতের রাতে রাজারহাট নিউটাউনের মাঝেরআইট দরবারে মানুষের ঢল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: মঙ্গলবার রাতে মুসলিমদের ইবাদাতের ও দোয়া কবুলের এক নির্ভরযোগ্য রাত্রি। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, জিকির, তসবি, দানখয়রাত ও দোয়ার মধ্য দিয়ে অতিবাহিত করেন।

ফুরফুরা শরীফের পীর সাহেবের অন্যতম খলিফা ও ফুরফুরা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট কানখুলির হামিদ জালালী রহঃ। তৎকালীন সময়ের খুব বিখ্যাত শিক্ষাবিদ, ধর্মতত্ত্ববিদ ও কামেল পীর ছিলেন তিনি। তার মৃত্যুর পরে তাঁরই সুযোগ্য পুত্র পীর আল্লামা মাহমুদ বাখত বাখতেয়ারী রহমাতুল্লাহ আলাইহি যোগ্য পিতার যোগ্য পুত্র হিসেবে বাংলা জুড়ে খ্যাতি অর্জন করেন। সেই মাহমুদ বখতিয়ারী পরবর্তীকালে পিতার নির্দেশে রাজারহাট নিউটাউনের মাঝেরআইটে এসে বসবাস শুরু করেন। কলকাতার উপকণ্ঠ রাজারহাট নিউটাউন এর মাঝেরআইটে তার মৃত্যুর পর তার আওলাদ, মুরিদ, ও ভক্তদের দ্বারায় সুবিখ্যাত মাজার তৈরী হয়। সারা বছরই সেখানে হাজার হাজার মানুষের আনাগোনা থাকে।

Advertisement

এদিন শবেবরাত এর রাত উপলক্ষে প্রায় লক্ষাধিক মানুষের আগমন ঘটে মাঝেরআইট দরবার শরীফে। দরবার শরীফে আগত মেহমানদেরকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য ও সব রকম সহযোগিতা করার জন্য সদা তৎপর ছিলেন দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা একেএম ফারহাদ সাহেব। পাশাপাশি দরবার শরীফের পক্ষ থেকে পীরজাদা আবেদ আলি বাখতেয়ারী, পীরজাদা আনসার আলি বাখতেয়ারী, পীরজাদা আজগার আলি বাখতেয়ারী, পীরজাদা আক্তার আলি বাখতেয়ারী, পীরজাদা মাসুম বাখতেয়ারী, পীরজাদা হান্নান বাখতেয়ারী, পীরজাদা আমিমুল এহসান বাখতেয়ারী, পীরজাদা মিরাজুল কাদির বাখতেয়ারী, পীরজাদা রাকিবুল আজিজ বাখতেয়ারী, পীরজাদা রামিজ বাখতেয়ারী, পীরজাদা ফারুক বাখতেয়ারী প্রমূখ পীরজাদাগন মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য আগামী ১৮ ই মার্চ অর্থাৎ নির্ধারিত চৈত্র মাসের প্রথম শনিবার দরবার শরীফের ইসালে সওয়াবে আসার জন্য সমস্ত পীরজাদাদের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ