অন্যান্য কলকাতা 

Sagardighi By Election Result: মমতার ড্যামেজ কন্ট্রোল, ভোট ব্যাঙ্ক ও কিছু কথা/মোহাম্মদ সাদউদ্দিন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মোহাম্মদ সাদউদ্দিন : ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হাত থেকে রেহাই পেতে সংখ্যালঘু ভোটের বড়সড় অংশটাই গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। তারপর সাগরদীঘির উপনির্বানে সেই ভোট সরে গেল কেন? আর এর ড্যামেজ কন্ট্রোল করতে তৃণমূলের যে সব মোচমান নেতাদের দায়িত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারা কি তাতে সফল হবেন? আরো একটা মনে রাখতে হবে সাগরদীঘিতে আদিবাসী-এসটি-এসসি সহ দলিতদের ভোট গিয়েছে জোটের বাইরন বিশ্বাসের কাছে।।একটা রাউণ্ডে জিততে পারেননি তৃণমূলের দেবাশিস ব্যানার্জি । ১১টা পঞ্চায়েতের সব এলাকায় জিতেছেন বাইরন বিশ্বাস।তাহলে তো ধরে নিতে হবে বাইরন গণমানুষের প্রতীক হয়েছিলেন ।তাহলে যেসব মুসলিম নেতাদের নিয়ে কমিটি করেছেন তারা নিজ নিজ এলাকায় জিততে পারবেন তো? সাগরদীঘির ঘটনায কোপ কেন তৃণমূলের জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমান বা ফিরহাদ হাকিমের উপর? শুধু তাই নয়, ফিরহাদ হাকিমকে ফুরফুরা উন্নয়ন পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হলো। এ নিয়ে বাঙালি মুসলিম সমাজে চাঞ্চল্য দেখা দিয়েছে এ খবর কি মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন! সাগরদিঘিতে হেরে যাওয়ার জন্য কেন ফিরহাদ হাকিমকে নিশানা করা হচ্ছে, এটা সাধারণ মানুষের বোধগম্য হচ্ছে না।!

সোনারচাদ ভাইপো বা কানাইলাল মণ্ডলের‌ কি দায় নেই? এই দায়‌ কি খলিলুর রহমানের? আলিয়া বিশ্ববিদ্যালয় ধ্বংস, চাকুরিবাকুরীহীনতা, আনিস খান খুন, হাসখালি ধর্ষণ সহ রাজ্যের একেরপর এক নারী নির্যাতন, সিদ্দিকীর গ্রেফতারি, আইনজীবী কৌস্তভের গ্রেফতারি, নিয়োগ দুর্নীতি, রাজ্যসরকারের ১৪ দফতরে ক্যাগ রিপোর্ট অনুসারে ২.৩০ লক্ষ কোটি টাকার বেহিসাব ও নিয়োগ দুর্নীতি , সারদা-নারদা-রোজভ্যালি সহ চিটফাণ্ড প্রতারণা, আবাস দুর্নীতি প্রভৃতি ঘটনা তৃণমূলকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে।

Advertisement

আমাদের মনে রাখতে হবে ২০০৬ সালে বিপুল জনসমর্থন নিয়ে সপ্তম বামফ্রন্ট সরকার ক্ষমতায়ন এসেছিল।সিঙ্গুর-নন্দীগ্রাম, সাচার রিপোর্ট, রিজওয়ানুর খুন ইত্যাদি ঘটনা বামফ্রন্টকে জন বিচ্ছিন্ন  করেছিল । সুভাষ চক্রবর্তীর বেলগাছিয়া-পূর্ব আসন, নন্দীগ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুর বিধানসভার উপনির্বাচনে বামফ্রন্টের ভরাডুবি হয়েছিল।২০০৮-৯-এর মধ্যে এই উপনির্বাচনগুলি হয়েছিল।

সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। সাগরদীঘি তার একটা নমুনা মাত্র।মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানায় সব থেকে বেশি ভালো কাজ হয়েছিল সার্ভিস সেক্টরে।কিন্তু এক জরুরী অবস্থা তাকে পথে বসিয়েছিল।অথচ তার সেকুলার আউটলুক ছিল উজ্জ্বল ।তিনিও ড্যামেজ কন্ট্রোল করতে পারেননি।সৌজন্যে সেই পুলিস।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ