কলকাতা 

SSC Scam: নবম দশম শ্রেণীর ৮০৫ জন শিক্ষক ‘অবৈধ পথে’ চাকরি পেয়েছেন, চাকরি বাতিল হবে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: নবম দশম শিক্ষক নিয়োগ সিঙ্গেল বেঞ্চের রায় কে বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিচারপতি বিশ্বজিৎ বসু নবম দশম শ্রেণীর ৮৫ জন শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন এই রায়ের বিরুদ্ধে চাকরি বাতিল হওয়া শিক্ষকরা ডিভিশন বেঞ্চে মামলা করেছেন। আজ বুধবার সেই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল বিচারপতি বিশ্বজিৎ বসুর রায় সঠিক এবং ৮০৫ জন শিক্ষকের অবৈধ শিক্ষক এদের চাকরি থাকবে না।

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ৯৫২ চাকরিপ্রার্থীর ওএমআর শিটে গোলমালের হদিশ পায় সিবিআই। এই নিয়োগ দুর্নীতির মামলা প্রথমে উঠেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। পরে সেই মামলা বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে স্থানান্তর হয়। এসএসসিকে ৮০৫ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করলেন না বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ফলে নিয়োগ বাতিলের সিদ্ধান্তই বহাল রইল।

Advertisement

অন্যদিকে, ‘অবৈধ’ শিক্ষকদের দাবি ছিল, স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, সমস্ত উত্তরপত্র নষ্ট হয়ে গিয়েছে। অথচ সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিটের ‘মিরর ইমেজ’-এর ভিত্তিতে চাকরি বাতিল হচ্ছে। এ নিয়ে প্রশ্ন তুলে মামলার অংশ হতে চেয়েছিলেন ৯৫২ চাকরিপ্রার্থী।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ