কলকাতা 

মাধ্যমিক ২০২৩ : গণিত : তোমাদের জন্য প্রিয় শিক্ষকদের ভাবনা/ নায়ীমুল হক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মাধ্যমিক 2023 গণিত 2 মার্চ বৃহস্পতিবার

*তোমাদের জন্য প্রিয় শিক্ষকদের ভাবনা*

           বাংলার জনরব স্পেশাল

〰️➗〰️➗〰️➗〰️➗〰️➗〰️

*অংক পরীক্ষায় যাওয়ার আগে কোন কোন বিষয়ে দেখবে এবং পরীক্ষা হলের ম্যানেজমেন্ট*

নায়ীমুল হক, শিক্ষক, হরিনাভি ডি ভি এ এস হাইস্কুল, দক্ষিণ 24 পরগনা

Advertisement

♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️

সুপ্রিয় ছাত্র-ছাত্রী,

ইতিহাস পরীক্ষা শেষে এবার অংকের জন্য সময় কম। সুতরাং পরীক্ষায় যাওয়ার আগে কোন কোন দিকগুলো দেখবে সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।

তাই এখন আলোচনা করব দুটি বিষয় :-

● পরীক্ষার আগে এই অল্প সময়ে কীভাবে অংকের সমস্ত বিষয়ে রিভিশন দেবে।

● আর দ্বিতীয় হল, পরীক্ষা হলে নির্দিষ্ট 3 ঘন্টা 15 মিনিট সময় কীভাবে কাজে লাগাবে।

➖➖➖➖➖➖➖➖➖➖➖

¤ প্রথমে রিভিশন :

● একদম প্রথমে পূর্ণমানের অংকের সম্পূর্ণ একটি প্রশ্ন পত্র নিয়ে বসো। লিখে লিখে দেখে নাও আগে থেকে ঠিক রাখা বিভিন্ন বিভাগের জন্য নির্ধারিত সময় গুলো ঠিক ঠাক মিলছে কিনা। প্রয়োজনে চূড়ান্ত পর্বে একটু সময়ের রদবদল হতেই পারে। এমনকী পরীক্ষা হলে দু/এক মিনিট করে এদিক ওদিক হতেই পারে, তার জন্য কোনো চিন্তার কারণ নেই।

● এরপর বইপত্র নিয়ে বসো।

প্রথমেই হাত দাও জ্যামিতির সম্পাদ্য, উপপাদ্য, রাইডার। এরপর একে একে সমস্ত বিভাগগুলো। কখনো পুরনো খাতা থেকে দেখতে দেখতে যাও, কখনো আরো একবার নিজের হাতে ঝালিয়ে নাও। বড় প্রশ্ন আবার ছোট প্রশ্নও। মাঝে মধ্যে শক্তগুলো আরেকবার দেখে নাও ঠিকমতো নামাতে পারছো কিনা।

¤ এরপর পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট :-

● খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে নিজের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন লেখা এবং পরিমিত জায়গা রেখে মার্জিন ইত্যাদি টেনে ফেলতে হবে।

● মাথায় রাখতে হবে, উত্তরপত্র যেন ছিমছম হয়। হাতের লেখা একদম স্বর্ণাক্ষরে লিখতে হবে এমন বলছি না, কিন্তু পরিষ্কার পরিপাটি হতে হবে।

● প্রতিদিনের মতো প্রথম ১৫ মিনিটে সম্পূর্ণ প্রশ্নপত্রটি বেশি গুছিয়ে পড়ে নাও।

● বেশ বুঝতে পারছো, একদম মনের মতো প্রশ্ন পড়েছে।

● এবার শুরু। আগে থেকে ঠিক করে রাখা পরিকল্পনা অনুযায়ী পরপর অংক গুলো করতে শুরু করো।

● দেখবে বেশ তর তর করে এগিয়ে যাচ্ছো। শুধু মাঝেমধ্যে ঘড়ির দিকে নজর রাখবে, যেন সময় সম্পূর্ণ তোমার নিয়ন্ত্রণে থাকে।

● এরমধ্যে যতগুলো লুজ শিট নিয়েছো, সবগুলোতে ইনভিজিলেটরের সই যেন থাকে এবং সঙ্গে সঙ্গে তুমি লুজ শিটের ক্রমিক নম্বর লিখবে। এতে তোমার পরীক্ষার শেষ পর্যায়ে সম্পূর্ণ উত্তরপত্র পরপর সাজাতে সুবিধা হবে।

● পরীক্ষার শেষ ২০/ ৩০ মিনিট খুব ঠান্ডা মাথায় সম্পূর্ণ উত্তরপত্র একবার-দুবার মেলাবে। দেখে নিতে হবে জ্যামিতিতে ছবি ঠিক মতো দেয়া হয়েছে কিনা, পরিমিতিতে একক সঠিকভাবে লেখা হয়েছে কিনা, ত্রিকোণমিতিতে উন্নতি কোণ-অবনতি কোণে সঠিকভাবে তীর চিহ্ন দেওয়া হয়েছে কিনা। এছাড়াও সমস্ত প্রশ্নের উত্তর যথাযথ দেওয়া হয়েছে কিনা।

¤ সবশেষে আসি বিবিধ কতগুলো বিষয়ে-

● কোনো অংক সম্পূর্ণ না করতে পারলেও কেটে দেবে না। কারণ আংশিক নম্বর পাওয়া যায়।

● তবে কোনো অংক আটকে গেলে বেশি সময় নষ্ট না করে পরের অংকে চলে যাবে।

● পরিমিতির অংকের ক্ষেত্রে এককের দিকে বিশেষ লক্ষ্য রাখবে। উত্তরের লাইনেও একক সহ লিখবে।

● উপপাদ্য লেখার ক্ষেত্রে সব সময় উত্তরপত্রের বাম দিকের পাতা থেকে শুরু করবে, যাতে সম্পূর্ণ শেষ হতে পাতা ওল্টাতে না হয়। উপপাদ্যের শুরুতে ছবি দেবে এবং অবশ্যই ছবির সঙ্গে লেখার সাযুজ্য যেন থাকে।

● ওয়ার্কিং বা রাফের জন্য উত্তরপত্রের ডানদিকে লাইন টেনে তার ভেতরে পরিষ্কার করে করবে।

● অংকের দাগ অনুযায়ী ক্রমান্বয়ে উত্তর করতে হবে এমন কথা বলা থাকলেও তোমার পরিকল্পনা অনুযায়ী এগোলে কোনো ক্ষতি নেই। তবে একটি দাগের সব কটি প্রশ্নের উত্তর একসঙ্গে করবে।

● সব শেষে বলি মাথা ঠান্ডা রাখো। সততার সঙ্গে নিষ্ঠা সহকারে পরীক্ষা দেবে, দেখবে সকলের পরীক্ষা খুব ভালো হবে। সকলকে আরো একবার শুভেচ্ছা।

➗➗➗➗➗➗➗➗➗➗➗

■ সৌজন্যে অনুসন্ধান কলকাতা ■


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ