কলকাতা 

DA ইস্যুতে কর্মচারীদের পাশে রয়েছে রাজ্য সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ডিএ (DA) বা মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে রাজ‌্য সরকার অবশ্যই চিন্তা ভাবনা করছে। রাজ‌্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে রাজ্য সরকার নয়। এটা ঠিক নয় যে সরকারি কর্মীদের নিয়ে রাজ‌্য সরকার ভাবে না। কিন্তু তা সত্ত্বেও অবিশ্বাসের বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে। রাজ‌্য বিধানসভায় সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বকেয়া মহার্ঘভাতা (ডিএ)—র দাবিতে বুধবার বিক্ষোভ হয়েছে কলকাতায়। এর পরই বিধানসভায় সাংবাদিক বৈঠক করে রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মানস ভুইঁয়া জানিয়ে দেন, সরকারি কমর্চারীদের পাশেই আছে রাজ‌্য সরকার। চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বলেন, “২০০৮ থেকে ২০১১ সালে ৩৫ শতাংশ ডিএ ছিল। ২০১১ থেকে ২০১৯ সাল মুখ‌্যমন্ত্রী সেটা বাড়িয়ে করে দিয়েছিলেন ৯০ শতাংশ। তখন ২৭ হাজার কোটি টাকা খরচ হয়েছে। ২০১৯ সালে পঞ্চম পে কমিশনের সুপারিশ মেনে নেওয়া হয়েছে। ডিএ ও বেসিক মিলিয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।”

Advertisement

চন্দ্রিমার আরও বক্তব‌্য, “আইনগতভাবে যা করার রাজ‌্য সরকার তা করবে। কত বাকি সেটা ওরা বলবে। কত বাকি আছে, কি নেই সেটা আমরা বলব। এটা বিচার্য বিষয়।” পাশাপাশি রাজ্যের বকেয়া আটকে রাখা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিরোধীদেরও এদিন তোপ দাগেন চন্দ্রিমা ভট্টাচার্য। ডিএ প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও বঞ্চনার অভিযোগ তোলেন মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি বলেন, “ডিএ নিয়ে অবহেলা করা হচ্ছে এমনটা নয়।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ