দেশ 

আর্থিক বৃদ্ধি, মানব উন্নয়ন সূচকে উন্নতি, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সিওল শান্তি পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  ভারত আবার জগৎ সভায় আবার সম্মানিত হল । ২০১৮ সালে সিওল শান্তি পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিওল শান্তি পুরস্কার প্রাপক হিসেবে মোদী হলেন চতুর্দশতম ব্যক্তি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরস্কার গ্রহণে সম্মতি দিয়েছেন। একইসঙ্গে কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে ভারতের সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। উভয়পক্ষের সুবিধাজনক কোনও এক সময়ে এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান হবে।

দেশের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “আর্থিক বৃদ্ধি, মানব উন্নয়ন সূচকে উন্নতি, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদানের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। ভারতে দুর্নীতি রুখতে ও সামাজিক ঐক্যকরণের মাধ্যমে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।”

Advertisement

বিবৃতিতে আরও বলা হয়, “নোটবাতিল সহ বিভিন্ন দুর্নীতি বিরোধী পদক্ষেপের মাধ্যমে সরকারকে স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছে পুরস্কার কমিটি। বিশ্ব ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠাতে ‘মোদি ডকট্রিন’ ও ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ সহ মোদির বিভিন্ন বৈদেশিক নীতিরও প্রশংসা করেছে কমিটি।”

পুরস্কার কমিটির  পক্ষ থেকে আঞ্চলিক এবং বিশ্ব শান্তিতে মোদীর পদক্ষেপেরও প্রশংসা করা হয়েছে ।

উল্লেখ্য,১৯৯০ সালে সিওল শান্তি পুরস্কার সূচনা হয়। ২৪ তম অলিম্পিক সফল ভাবে আয়োজনকে স্মরণ করে রাখতেই এই পুরস্কারের সূচনা করা হয়।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × two =