কলকাতা 

বাগুইআটির জোড়া খুনে “পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী”, তদন্তে সিআইডি, ক্লোজ করা হল বাগুইআটি থানার আইসিকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাগুইআটির (Baguiati) জোড়া খুন (Baguiati Twin Murder) কাণ্ডে পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে ক্লোজ করা হল বাগুইআটি থানার আইসিকে। এতে “পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।” জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন তিনি জানান, “কেউ ছাড় পাবে না, দোষীরা শাস্তি পাবে। ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।’ বাগুইআটিতে ২ মাধ্যমিক পরীক্ষার্থী খুনের তদন্তে সিআইডিকে দায়িত্ব দেওয়া হলো।

জোড়া খুনের ঘটনায় অভিযোগ উঠল চরম পুলিশি নিষ্ক্রিয়তার। প্রশ্ন উঠছে, পরিবার অপহরণের অভিযোগ করা সত্ত্বেও কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল না পুলিশ? কোটি টাকা মুক্তিপণ চাওয়ার পরও, কেন আরও সক্রিয়তা দেখা গেল না? বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে মৃতদেহ পড়ে রইল, আর মাত্র ৫৫ কিলোমিটার দুরে থাকা বাগুইআটি থানার পুলিশ সেটা জানতেই পারল না? বাগুইআটিতে দুই ছাত্রকে নৃশংসভাবে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। মৃত দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকেও পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। এই পরিস্থিতিতে এবার ক্লোজ করা হল বাগুইআটি থানার আইসিকে। তদন্তভার তুলে দেওয়া হল সিআইডি-র হাতে।

Advertisement

গতকাল মৃত অতনুর এক আত্মীয় বলেন, “এতদিন কি পুলিশ ঘুমোচ্ছিল? যেই অতনুর লাশটা পাওয়া গেছে, এখন গুণ্ডা ধরে ফেলেছে। এতদিন কি করছিল পুলিশ, ঘুমোচ্ছিল? পুলিশ তো বারণ করেছে, যে মিডিয়াকে জানাবে না। কোনও টুঁ শব্দ আপনারা করবেন না। আমরা ঠিক ব্যবস্থা নিচ্ছি।’’

পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত ছাত্র অভিষেকের বাবা। তিনি বলেন, “পুলিশের কোনও ভূমিকা নেই। পুলিশ কোনও কাজ করেনি। আমাদের সমবেদনা জানাচ্ছে। পুলিশ বলছে খুনি এলাকায় ঘুরছে। ৮০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। আমার ঠিক ধরে নিয়ে আসব। মর্গে গিয়ে জানতে পারলাম অপহরণের পরের দিনই খুন করা হয়েছে। আর আমাকে ৫ তারিখে ছবি দেখাচ্ছে। এরা মিথ্যে কথা বলেছে।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ