জেলা 

পশ্চিম বর্ধমান জেলায় সেলফ হেল্প গ্রুপের সংঘ নেত্রীদের নিয়ে কর্মশালা আমানতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  ইউনিসেফ ও আমানত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং জেলা আধিকারিকদের সহযোগিতায়  পশ্চিম বর্ধমান জেলার সমস্ত সেলফ হেল্প গ্রুপের সংঘ নেত্রীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয় জেলার ডিফেন্স বিল্ডিংয়ের আর টি সি হলে।

যার মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, মা ও শিশু সুরক্ষা এবং ওয়াটার স্যানিটেশন, ডিজাস্টার রিস্ক রিডাকশন ও স্বাস্থ্যবিধি নিয়ে মানুষকে সচেতন করা এবং এই বিষয়ের সমস্ত মেসেজ গুলো নিজ নিজ ওয়ার্ড ও পঞ্চায়েতের মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। যেখানে উপস্থিত ছিলেন জেলার PD-DRDC, SDICO, DPRDO, ACMOH, Program Officer of P&RD, আমানতের সহ প্রজেক্ট কোর্ডিনেটর দেবরঞ্জন লাই এবং জেলা কোর্ডিনেটর চন্দ্রচূড় রায়।

Advertisement

আধিকারিকরা প্রতিটা বিষয় নিয়ে অনুপ্রেরনা দেন যাতে প্রত্যেক সেলফ হেল্প গ্রুপের সংঘ নেত্রী এই মেসেজ গুলোকে নিজের দলের এবং মানুষের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারেন এবং তার সাথে সাধুবাদ জানান আমানত ফাউন্ডেশনকে এরকম কর্মশালা আয়োজন করার জন্য। আমানতের পক্ষ থেকে দেবরঞ্জন লাই থিমেটিক মেসেজ গুলো বিস্তারিত আলোচনা করেন এবং পুরো কর্মশালাটা পরিচালনা করেন চন্দ্রচূড় রায়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ