আন্তর্জাতিক 

‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী, একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়, কিন্তু অমানুষের সঙ্গে না’ সুইসাইড নোট লিখে ১০ তলা থেকে ঝাঁপ তরুণীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জন্মদাতার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে দশ তলার ওপর থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করলেন ২১ বছরের তরুণী। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানীর ঢাকায়। এই ঘটনা কে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশ জুড়ে আলোড়ন উঠেছে। সুইসাইড নোটে ২১ বছরের কলেজ পড়ুয়া তরুণী সরাসরি বাবাকে দায়ী করে সে মৃত্যুর জন্য। ঘটনার তদন্তের কারণে বাবাকে গ্রেফতার করেছে ঢাকার পুলিশ।

বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমকে দক্ষিণখান থানার ওসি মামুনুর রশিদ জানান, কাপড় শুকোনোর কথা বলে ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীর কাছ থেকে চাবি নিয়ে ছাদে যান ওই পড়ুয়া। এর পরই ১০ তলার ছাদ থেকে লাফ দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার হয় একটি ‘সুইসাইড নোট’। ছোট্ট সবুজ রঙের কাগজে লেখা, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়, কিন্তু অমানুষের সঙ্গে না।’ এখানেই শেষ নয়। চিরকুটে আরও লেখা, ‘এক জন অত্যাচারী এবং রেপিস্ট, যে কাজের মেয়েকেও ছাড়েনি।’

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার বাবা শাহিন আলম কিছু দিন আগে দ্বিতীয় বার বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক অশান্তি শুরু হয়। কিছু দিন আগে অবশ্য সানজানার মা স্বামীকে ডিভোর্স দেন। সানজানা কিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর প্রেসক্রিপশনও পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তি এবং মানসিক কারণেই আত্মহত্যা করেছেন তরুণী। পুরো ঘটনার তদন্ত করছে ঢাকা পুলিশ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ