কলকাতা 

নিয়ম ভেঙ্গে পাঁচ বছরে তিনবার বদলি শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু সিবিআইয়ের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। একই সঙ্গে গতকাল বুধবার গ্রেফতার হয়েছেন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এসপি সিনহা ও সার্ভিস কমিশনের প্রাক্তন সচিব অশোক সাহা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বদলি নিয়ে আবার সিবিআই তদন্ত শুরু হলো। একজন শিক্ষিকা গত পাঁচ বছরে তিনবার বদলি হয়েছেন বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে সিবিআই আজ বৃহস্পতিবার শিক্ষিকা শান্তা মন্ডলের বিরুদ্ধে এফআইয়ের করে তদন্ত শুরু করেছে।

অভিযোগ,আলিপুরদুয়ারের বীরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডল, পাঁচ বছরে তিনবার বদলি নিয়েছেন । তিনি নিজেই শিক্ষাদপ্তরে চিঠি লিখে নিজের পছন্দের জায়গার সুপারিশ করেছিলেন বারবার। এরপর জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। সেই ঘটনার প্রেক্ষিতে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এবার শান্তা মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করল সিবিআই।

Advertisement

অভিযোগ, ২০১৬ সালে শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যালয়ের সহ-শিক্ষিকা হিসেবে যোগ দেন শান্তা মণ্ডল। ২০১৯ সালে তিনি প্রধান শিক্ষিকার পদের জন্য পরীক্ষা দেন। তিনি বীরপাড়া গার্লস স্কুলে যোগ দেওয়ার জন্য সুপারিশপত্র পান। এর এক বছরের মধ্যে তিনি শিলিগুড়ির অমিয়পাল চৌধুরী স্কুলে যোগ দেওয়ার সুপারিশ পান। তবে তিনি সেখানে যোগ দেননি। এরপর যেখানে আগে সহ-শিক্ষিকা হিসেবে ছিলেন অর্থাৎ শ্রীগুরু বিদ্যামন্দিরে যোগ দেওয়ার চেষ্টা করেন। স্কুল সার্ভিস কমিশন তাঁকে নিয়োগও করে। ওই স্কুলের শিক্ষক প্রসূনসুন্দর তরফদার কলকাতা হাই কোর্টের প্রিন্সিপাল বেঞ্চে অভিযোগ করেন।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সেখানেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে তিনি শান্তা মণ্ডলকে নির্দেশ দেন বীরপাড়া গার্লস স্কুলে যোগ দেওয়ার জন্য। কিন্তু তিনি যোগ দেননি। এরপরই এদিন এফআইআর করল সিবিআই।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ