কলকাতা 

পবিত্র রাখী বন্ধনের দিনে নবম – দ্বাদশের ধর্ণারত চাকরি প্রার্থীদের আরো জোরদার আন্দোলনের শপথ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আজ বৃহস্পতিবার গান্ধীমূর্তির পাদদেশে রাখী বন্ধনের মধ্যে দিয়ে নবম- দশম এবং একাদশ – দ্বাদশের ধর্ণারত চাকরি প্রার্থীগণ সৌভ্রাতৃত্ব বন্ধন অটুট রেখে বৃহত্তম আন্দোলনের জন্য শপথ নিলেন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির কারণে যোগ্য চাকরি প্রার্থীদের আজ পথে বসতে বাধ্য করা হয়েছে এমনটাই জানিয়েছেন ধর্ণারত চাকরি প্রার্থীগণ। মেধাতালিকায় সামনের দিকে নাম থাকা সত্ত্বেও পাননি নিয়োগপত্র।

কিন্তু মেধাতালিকা ভুক্ত সামনের চাকরি প্রার্থীদের চাকরিতে নিয়োগ না করে অনেক পিছনের দিকে থাকা চাকরি প্রার্থীদের অবৈধভাবে নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক এমনটাই তাদের অভিযোগ।তারা আরও জানিয়েছেন যে মেধাতালিকায় কোথাও নাম নেই এমন ফেলকরা বহু প্রার্থীদের অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। যোগ্য চাকরি প্রার্থীগণ তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে আনতে ৫১৫ দিন ধরে কলকাতার বুকে শান্তিপূর্ণভাবে ধর্ণা চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়েছেন যে চাকরি প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রী অথবা মাননীয় অভিষেক বন্দোপাধ্যায় মহাশয় কোনো রকম বৈঠক না করে প্রশাসনিক স্তরে জরুরিকালীন একটি চূড়ান্ত বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করুন নবম- দ্বাদশের মেধাতালিকা ভুক্ত সকল শিক্ষক-্শিক্ষিকা পদপ্রার্থীদের আগস্ট মাসের মধ্যেই নিয়োগ করা হবে এই মর্মে। বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীগণ অতি দ্রুত নিয়োগ চাই। তাদের জীবনের মূল্যবান ছয়টি বছর নষ্ট হয়ে গিয়েছে।

Advertisement

দীর্ঘ সময় ধরে বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীগণ তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে আনতে কলকাতার বুকে দফায় দফায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই সুদীর্ঘ সময়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের অনেকেই হারিয়েছেন তাদের মা অথবা বাবাকে আবার অনেকেই মা- বাবা উভয়কেই। বুকভরা যন্ত্রণা আর চোখের জল তাদের একমাত্র সম্বল। তাদের সকলকে নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন কিন্তু সেই আশ্বাস এখনও কার্যকর হয়নি। কবে ফিরে পাবেন তাদের ন্যায্য চাকরি? প্রশ্ন সকল বঞ্চিত চাকরি প্রার্থীদের। মেধাতালিকা ভুক্ত অথচ চাকরি থেকে বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের জনপ্রিয় রাজ্য নেতৃত্ব সুদীপ মন্ডল আজ রাখী বন্ধনের শুভদিনে সকল সহযোদ্ধাদের নিয়ে সৌভ্রাতৃত্ববোধের আত্মিক বন্ধন অটুট রাখার শপথ নেওয়ার পাশাপাশি মেধাতালিকা ভুক্ত সকলকে অতি দ্রুত চাকরিতে নিয়োগের জন্য রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রীর জরুরিকালীন হস্তক্ষেপ প্রার্থনা করেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ