আন্তর্জাতিক 

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি, নেপথ্যে রহস্য কী ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (DonaldTrump) ফ্লোরিডার বাড়ি ঘিরে  তল্লাশি শুরু করেছে এফবিআই।   প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, তাঁর বাড়িতে কোনও রকম নোটিস না দিয়েই এফবিআই অভিযান চালিয়েছে।
গতকাল সোমবার পাম বিচে ট্রাম্পের (DonaldTrump) বিলাসবহুল রিসর্ট ‘মার-আ-লাগো’-তে হানা দেয় এফবিআই। জানা গেছে, কিছু গোপন নথিপত্রের সন্ধানেই এই অভিযান চালানো হয়েছে। তবে এফবিআই কী খুঁজছে সেটা এখনও স্পষ্ট নয়।
২০২৪ সালে ট্রাম্প (DonaldTrump) তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন, এমন সম্ভাব্য খবর সামনে আসার পরই এই অভিযান বলে মনে করছে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম। ওই অভিযানের সময় ট্রাম্প তাঁর নিউইয়র্কের বাড়িতে ছিলেন। তিনি বলেছেন, “আমি যে কোনও রকম তদন্তে সহযোগিতা করতে রাজি। কিন্তু কিছু না জানিয়েই এফবিআই অভিযান চালিয়েছে। এমন ঘটনা সাধারণত তৃতীয় বিশ্বের দেশগুলিতে হয়। আমেরিকাও ক্রমশ তৃতীয় বিশ্বের একটি দেশ হয়ে উঠছে।”

২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার অন্যতম প্রধান সরকারি কার্যালয় তথা আমেরিকান কংগ্রেসের সদর দফতর ক্যাপিটল হিলে হিংসাত্মক হামলা হয়। এই হামলা ট্রাম্পের প্ররোচনাতেই হয়েছে বলে অভিযোগে মামলা চলছে। ট্রাম্প-বিরোধীদের মতে, ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার ইতিহাসে নক্কারজনক এবং কলঙ্কজনক ঘটনা ঘটেছিল। সে দিন ক্যাপিটলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের আনুষ্ঠানিক জয় ঘোষণার কথা ছিল। ট্রাম্প যদিও ফল প্রকাশের পর থেকেই কারচুপির অভিযোগ তুলছিলেন। তদন্তকারীদের মতে, নির্বাচনের ফল ঘোরাতে সে দিন শেষ কামড় দিতে মরিয়া ছিলেন ট্রাম্প। যার ফলস্বরূপই ক্যাপিটাল হিলে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় তদন্তের স্বার্থেই এই অভিযান বলে ওয়াকিবহাল মনে করছে ।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ