কলকাতা 

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি ভারি বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ (Weather) আরও গভীর হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আজ দিনভর বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ (Depression) আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। তার জেরে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে।

Advertisement

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল২৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি (Weather)। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি এই মুহূর্তে অবস্থান করছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় (Weather)। সেখানে যথেষ্ট শক্তি বাড়িয়েছে এই নিম্নচাপ। ক্রমেই তা পরিণত হবে গভীর নিম্নচাপে। তারপরেই তা ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে বলে জানা গেছে।

 

এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ৯ থেকে ১১ অগাস্ট ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুষলধারে বৃষ্টিতে ভাসবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কলকাতা। উপকূলে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস (Weather)।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ