কলকাতা 

অনুব্রত মণ্ডলকে ভর্তি নিল না এসএসকেএম, তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ হাসপাতাল চত্বরে, গরু চোর বলে কটাক্ষ রোগীর আত্মীয়দের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: এসএসকে হাসপাতালে অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি নিল না চিকিৎসকরা। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর জানালেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। বীরভূম জেলা তৃণমূল সভাপতির কয়েকটি ক্রনিক রোগ ছাড়া তেমন কোনও সমস্যা নেই বলেই জানান বিশেষজ্ঞরা।

এদিকে এসএসকেএমে চিকিৎসা করাতে এসে ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। চেক আপের পর হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দিলেন দু-তিনজন। বিদ্রুপ করা হল ‘গরুচোর’ বলেও। রোগীর আত্মীয়দের সাফ কথা, “সবাই বলছে তাই আমিও বলেছি।”

Advertisement

আজ সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ এসএসকেএমে হাসপাতালে ঢোকেন অনুব্রত। দীর্ঘক্ষণ তাঁর চেকআপ চলে। কিন্তু কিছু ক্রনিক সমস্যা ছাড়া বিশেষ কিছু ধরা পরেনি। ফলে মেডিক্যাল বোর্ড তাঁকে হাসপাতালে ভরতি করতে চায়নি। চেক আপ হয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ ২১৬ নম্বর কেবিনে বেশ কিছুক্ষণ বসেছিলেন তিনি। বিকেল পৌনে চারটে নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন তিনি। তখনই তাঁকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন রোগীর আত্মীয়রা।

অনুব্রত মণ্ডলের চিকিৎসায় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছিল আগেই। সূত্রের খবর, এদিন অনুব্রত মণ্ডল হাসপাতালে পৌঁছনোর আগে বোর্ডের সদস্যরা একটি বৈঠকও সারেন। তৃণমূল নেতার স্বাস্থ্যপরীক্ষার পর চিকিৎসকরা জানান, বর্তমানে হাসপাতালে ভরতির কোনও প্রয়োজন নেই। কারণ, ক্রনিক কিছু রোগ ছাড়া অন্য কোনও সমস্যা ধরা পড়েনি। আর ওই ক্রনিক রোগের জন্য হাসপাতালে ভরতি হওয়ার দরকার নেই। চিকিৎসকদের কথামতো কিছু ওষুধপত্র খেলেই চলবে। হাসপাতাল সূত্রে খবর, হাঁপানির সমস্যার জন্য তাঁকে নেবুলাইজার দেওয়া হয়েছে অনুব্রতকে।

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ