‘‘আলোচনা সদর্থক হয়েছে,নিয়োগপত্র হাতে পেলে আন্দোলন শেষ করব,তার আগে পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান চলবে’’ শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর জানালেন এসএসসির আন্দোলনকারীরা
বাংলার জনরব ডেস্ক : পূর্ব ঘোষণা মতো আজ সোমবার দুপুরে এস এস সি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এদিন বৈঠক শেষে সাংবাদিকদের শহীদুল্লাহ্ বলেন, ‘‘আলোচনা সদর্থক হয়েছে। ২১৭৯টি আসন তৈরি হয়ে রয়েছে। এটা বাদে বাকি সকলের চাকরির দাবি জানিয়েছি। প্রায় ছ’হাজার মেধাতালিকা রয়েছে। তাঁদের সকলের নিয়োগের দাবি জানিয়েছি। অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।’’
মেধা তালিকা থেকে শিক্ষক নিয়োগের দাবিতে ২০১৯ সাল থেকে শহরের নানা জায়গায় অবস্থান বিক্ষোভ করেছেন ২০১৬ সালের এসএসসিতে মেধাতালিকায় থাকা প্রার্থীরা। এই প্রসঙ্গে শহীদুল্লাহ্ বলেন, ‘‘নিয়োগপত্র হাতে পেলে আন্দোলন শেষ করব। তার আগে পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান চলবে।’’