কলকাতা 

Victoria Memorial: ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট বিক্রির ১৩ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগে গ্রেফতার এক কর্মী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা পরিচালিত ভিক্টোরিয়া মেমোরিয়াল এর দুর্নীতি প্রকাশ হয়ে পড়ল। ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে যারা যান তাদেরকে প্রতিদিন টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় কিন্তু বিগত বছর তিনের ধরে যে টিকিট বিক্রি হয়েছে তার কোন হিসাব পাওয়া যায়নি অভিযোগ উঠেছে প্রায় ১৩ লক্ষ টাকা লোপাট করেছে ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল এর এক কর্মী।

ওই কর্মীর বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ দায়ের করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে। তার পরেই রবিবার রাতে রিজেন্ট পার্ক থেকে অভিযুক্ত করণিককে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম স্বপন দে। তাঁর বয়স ৫৫। গত জুলাই মাসে হেস্টিংস থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভিক্টোরিয়ার কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত। কিউরেটরের অভিযোগ, গত কয়েক বছর ধরে ভিক্টোরিয়ায় টিকিট আর বার্ষিক পাস বিক্রির পুরো টাকা জমা করছিলেন না স্বপন। অডিটেই সেই বিষয়টি ধরে পড়েছে। তার পরেই স্বপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন ভিক্টোরিয়া কর্তৃপক্ষ।

কিউরেটরের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হেস্টিংস থানার পুলিশ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ