জেলা 

Hooch Death in Howrah: হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষমদ খেয়ে মারা গেছেন পাঁচ জন, অভিযোগ পরিবারের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মদ খেয়ে একসঙ্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুড়িতে। মৃতদের পরিবারের অভিযোগ বিষমদ খেয়েই প্রাণ হারিয়েছেন এই পাঁচ জন। আশঙ্কাজনক অবস্থায় আরও অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার পুলিশ সুপার। ওই মদ বিক্রেতা প্রতাপ কর্মকার পলাতক বলেও পুলিশ সূত্রে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বেশ কিছু মানুষ মঙ্গলবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। মদ খাওয়ার কিছুক্ষণ পরই অনেকেরই বমি শুরু হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে এদের মধ্যে অনেকে বাড়িতেই মারা যান। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার আধিকারিকরা মৃতদেহগুলি নিয়ে যায়। প্রায় ২০ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এলাকাবাসীরা আরও অভিযোগ করেছেন, এই এলাকার রেললাইনের ধারে বেশ কিছু দেশী মদের ঠেক রয়েছে। এলাকার কারখানার শ্রমিকরা প্রায়শই এই ঠেকগুলি থেকে মদ খান। মঙ্গলবার অভিযুক্ত মদ বিক্রেতা প্রতাপের ঠেক থেকে মদ কিনে খাওয়ার পরই এই ঘটনা ঘটেছে বলেও স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা একটি ঠেকে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেছেন বলেও জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ