আন্তর্জাতিক 

China: ভুটানের ১০ কিমি ভিতরে আস্ত গ্রাম বানিয়ে ফেলেছে চিন! লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলের উপর নজরদারি বাড়ানো

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, ডোকলামের ৯ কিলোমিটার পূর্বে আমো চু নদীর তীরে একটি গ্রাম তৈরি করেছে চিনা সেনা। সেখানে প্রতি বাড়িতেই গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অর্থাৎ ওই গ্রামে পুরোপুরি বসবাস শুরু করেছেন চিনারা। সে দেশের সেনার তৈরি এই গ্রামের নাম পাংডা। ওই অঞ্চলে আরও দু’টি গ্রাম ও একটি সব ঋতুতে যাতায়াত করার যোগ্য সড়কও ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। বিশেষজ্ঞদের মতে, ভুটানের সীমানার অন্তত ১০ কিলোমিটার ভিতরে এই নির্মাণকার্য চলছে।

প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সীর মতে, ‘‘পাংডা গ্রাম ও তার উত্তর ও দক্ষিণের গ্রামগুলি থেকেই বোঝা যাচ্ছে চিনারা ডোকলাম মালভূমির ঝাম্পেরি শৈলশিরার উপরে বৈধ অধিকার কায়েম করতে চাইছে।’’

Advertisement

সেনা সূত্রের বক্তব্য, ‘‘সীমান্তে সব ধরনের কার্যকলাপের উপরেই আমরা নজর রাখি। ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে এমন কোনও পদক্ষেপের মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।’’

আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে অবহিত ব্যক্তিরা বলছেন ভুটানের ডোকলামে নিজেদের অধিকার কায়েম করে চীন আসলে শিলিগুড়ি শহরের উপর দিয়ে ভারতের উপরে নজরদারি বাড়াতে চাইছে। একইসঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের ওপরেও নজরদারি চালাতে চাইছে চীন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ