দেশ 

Indian citizenship: ২০২১ শে ভারতের নাগরিকত্ব ছেড়েছেন দেড় লাখের বেশি মানুষ সংসদে জানালেন স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী, ভারতীয় নাগরিকরা কেন নাগরিকত্ব ত্যাগ করছেন এবং কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন? জানতে হলে অবশ্যই লেখাটা পড়তে হবে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভারতে নাগরিকত্ব প্রদান করার জন্য সিএ এ আইন তৈরি হয়েছে তারপরেও ভারতের নাগরিকত্ব ত্যাগ করার প্রবণতা বাড়ছে। কেন এই প্রবণতা তা নিয়ে নিশ্চয়ই সমাজবিজ্ঞানীরা চিন্তাভাবনা করবেন। তবে বাস্তব চিত্র হল ২০২১ সালেই এক লক্ষ ৬০ হাজারের বেশি ভারতীয় এদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। আজ মঙ্গলবার সংসদে বিএসপির সাংসদ হাজী ফজলুর রহমানের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যনন্দ রাই এই তথ্য দিয়েছেন।

জানা গেছে ভারতীয় নাগরিকত্ব ছাড়া প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মোদি সরকার ক্ষমতায় আসার পর বিগত সাত বছরে কম করে সাড়ে ৮ লক্ষ ভারতীয় এদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে। সংসদে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে,২০২০-র তুলনায় অনেক বেশি সংখ্যক ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন ২০২১-এ। বিএসপি সাংসদের প্রশ্নের জবাবে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

Advertisement

২০২০-তে যেখানে ৮৫ হাজারের সামান্য বেশি মানুষ এ দেশের নাগরিকত্ব ছেড়েছিলেন, সেখানে ২০২১-এ সেই সংখ্যা দেড় লক্ষেরও বেশি। মঙ্গলবার এ সংক্রান্ত তথ্য দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ২০২১-এ মোট এক লক্ষ ৬৩ হাজার ৩৭০ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। ২০২০-তে এই সংখ্যাটা ছিল ৮৫,২৫৬। ২০১৯-এ এক লক্ষ ৪৪ হাজার ১৭ জন তাঁদের ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন।

বিএসপি সাংসদ হাজির ফজলুর রহমানের প্রশ্ন ছিল, ২০১৯ থেকে অদ্যাবধি ঠিক কত জন ভারতের নাগরিকত্ব ছেড়েছেন। এবং ভারতের নাগরিকত্ব ছেড়ে তাঁরা কোন দেশের নাগরিকত্ব নিয়েছেন। তারই জবাব দিয়েছেন নিত্যানন্দ। জানিয়েছেন, ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্য কোনও দেশের নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে একে বারে প্রথম স্থানে আমেরিকা।

২০২০-তে যেখানে ভারতের নাগরিকত্ব ছেড়ে ৩০,৮২৮ জন আমেরিকার নাগরিক হওয়ার আবেদন করেছিলেন, সেখানে ২০২১-এ সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৭৮,২৮৪। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ২০২১-এ ২৩,৫৩৩ জন ভারতের নাগরিকত্ব ছেড়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন। তৃতীয় স্থানে কানাডা, সেই দেশে ২০২১-এ ২১,৫৯৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে কানাডার নাগরিক হয়েছেন। চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন। সেখানে ২০২১-এ ১৪,৬৩৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

এ ছাড়াও ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হওয়ার তালিকায় নাম রয়েছে, ইতালি, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস এবং সুইডেনের।গত বছর ডিসেম্বরে নিত্যানন্দ সংসদে জানিয়েছিলেন, গত সাত বছরে সাড়ে আট লক্ষ মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হয়েছেন।

সমাজবিজ্ঞানীরা মনে করছেন দেশের যুব সম্প্রদায়ের একটা বড় অংশ চাকরি এবং পড়াশোনার সুযোগ পেয়ে বিদেশে চলে যাচ্ছেন । এদের একটা বড় অংশ সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব গ্রহণ করছে। তাছাড়া দেশের মধ্যে অস্থিরতা বেকারত্ব এবং মূল্য বৃদ্ধি কিছু মানুষকে অন্য দেশে চলে যেতে বাধ্য করছে। মূলত চাকরির সন্ধানে এবং সুষ্ঠু হবে বাঁচার জন্য যাদের আর্থিক ক্ষমতা আছে এবং অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে তারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে সে দেশে স্থায়ীভাবে বাস করছে। আমেরিকায় বেশি নাগরিক যাওয়ার একটাই কারণ সেখানে চাকরি নিশ্চয়তা আছে এবং জীবন যাপনের বড় সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়াতেও একইভাবে চাকরির সুযোগ রয়েছে ব্যবসার সুযোগ রয়েছে ও একটা জীবন চালাতে গেলে যে যে সুযোগ সুবিধা দরকার সেগুলো অস্ট্রেলিয়ার মধ্যে রয়েছে একই বিষয়ে আমরা দেখতে পাবো কানাডাতেও। এ দেশের সাধারণ নাগরিকরা এই কারণেই দেশ ত্যাগ করছেন বলে, মনে করা হচ্ছে সমাজবিজ্ঞানীরা বলছেন এই প্রবণতা চলতে থাকলে আগামী দিনে আরও বেশ কিছু মানুষ অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করবে।

দেশের মধ্যে নতুন কোন ইন্ডাস্ট্রি তৈরি হয়নি ফলে বেকারত্ব ক্রমবর্ধমান, আর্থিক পরিস্থিতিও খুব একটা ভালো জায়গায় দাঁড়িয়ে নেই এইসব প্রেক্ষাপটে ই যাদের সামর্থ্য রয়েছে যাদের যোগ্যতা রয়েছে অন্য দেশে কাজ করার তারা দেশ ত্যাগ করে চলে যাচ্ছেন এমনকি ভারতের নাগরিকত্ব ত্যাগ করছেন। যেটা আমাদের কাছে সত্যিই লজ্জার বিষয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ