দেশ 

রাফাল বিমান : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকরের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে এফআইআর দাখিল করলেন যশবন্ত-অরুণ-প্রশান্ত ভুষণরা

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : শুরু করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে চোখে  রেখে বলেছিলেন রাফাল কেনা নিয়ে মোদী সরকার দূর্নীতি করেছেন । তার তথ্য প্রমাণ তিনি দিতে পারবেন। তারপর যুমনা নদী দিয়ে অনেক স্রোত প্রবাহিত হয়েছে । প্রথমে রাহুল গান্ধীর এই বক্তব্যকে ধর্তব্যের মধ্যে না আনলেও শেষ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রীকে মাঠে নামালেন মোদীজি । তাতে শেষ রক্ষা হল না শেষ পর্যন্ত নিজেই মাঠে নেমে বলতে শুরু করলেন দেশের সরকার এখন বিদেশিরা ঠিক করে দিচ্ছে । এত কিছু বলার পরও রাফাল বির্তক মোদীজির পিছু ছাড়ছে না । এবার এই বির্তকে নতুন করে অগ্নি সংযোগ করলেন বিজেপির দুই প্রাক্তন নেতা যশবন্ত সিনহা ও অরুণ শৌরি । আর সঙ্গে যোগ দিলেন খ্যাতনামা আইনজীবী প্রশান্ত ভূষণ ।

 এবার রাফাল সামরিক বিমান কেনার বরাত দূর্নীতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকরের বিরুদ্ধে দূর্নীতি বিরোধী আইনের ধারায় এফআইআর করেছেন প্রাক্তন বিজেপির মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ও খ্যাতনামা সমাজসেবী প্রশান্ত ভূষণ । এঁরা এক সঙ্গে এফআইআরে সিবিআইয়ের কাছে দাবি করেছেন যে রাফাল বিমান কেনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর বেআইনিভাবে অনিল আম্বানীকে সুবিধা পাইয়ে দিয়েছেন । সুতরাং এই দুই জনের বিরুদ্ধে ভারতীয় দূর্নীতি প্রতিরোধ আইনের ৭ নং ধারা, ১৩(১) (ডি) (২) এবং ১৩ (ডি) (৩) এই মামলা দায়ের করা হোক । এরা অনৈতিকভাবে অনিল আম্বানীকে সুবিধা পাইয়ে দিয়েছেন বলে এই তিন বিশিষ্ট ভারতীয় নাগরিক সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন । এখন দেখার সিবিআই এই অভিযোগ পাওয়ার পর সত্যিই তদন্ত শুরু করে কিনা ।

Advertisement

দেশের এই তিন বিশিষ্ট নাগরিক সিবিআইকে পাঠানো অভিযোগ পত্রে নানা তথ্য তুলে ধরেছেন । যেখানে অনিল আম্বানীর স্বার্থে মোদী ও মনোহর পারিকর কি কি অনৈতিক কাজ করেছেন তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে । আইনজীবীরা বলছেন , যেভাবে সিবিআইয়ের কাছে রাফাল বিমান কেনার ইস্যুতে তথ্য পেশ করে এফআইআর দাখিল করেছেন ওই তিনি বিশিষ্ট নাগরিক তাতে এটা স্পষ্ট সিবিআই এই অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা না নিলে আদালতে যেতে পারে এঁরা ।

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + 13 =